Advertisement
Advertisement
Kim Jong Un

গুরুতর অসুস্থ কিম জং উন, দক্ষিণ কোরিয়াকে ‘ভিলেন’ বানালেন প্রেসিডেন্টের বোন

তাঁর দাবি, উত্তর কোরিয়ায় করোনা ছড়াচ্ছে প্রতিবেশী দেশটি।

Kim Jong Un 'seriously ill', says his sister। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 11, 2022 7:43 pm
  • Updated:August 11, 2022 7:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ কিম জং উন (Kim Jong-Un)। উত্তর কোরিয়ার (North Korea) প্রেসিডেন্টের বোন কিম ইয়ো জং বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। সম্প্রতি ছড়িয়ে পড়া কোভিড সংক্রমণের ধাক্কাতেই প্রচণ্ড জ্বরে ভুগছেন কিম। এই খবর দেওয়ার পাশাপাশি তাঁদের দেশে করোনা ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করেছেন কিমের বোন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁর হুঙ্কার, তিনি দক্ষিণ কোরিয়াকে নিশ্চিহ্ন করে দেবেন!

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গে’র সূত্রে জানা যাচ্ছে, কিমের বোনের অভিযোগ, দক্ষিণ কোরিয়ার ‘কাঠপুতুল’রা বেলুনের মাধ্যমে লিফলেটে ভরে ‘নোংরা পদার্থ’ সীমান্ত পার করে উত্তর কোরিয়ায় পাঠাচ্ছে। প্রসঙ্গত, কিম ইয়ো জংয়ের এভাবে নিজের দাদার স্বাস্থ্য সম্পর্কে মন্তব্য করার বিষয়টি খুবই বিরল। কেননা উত্তর কোরিয়া কখনওই তাদের সর্বাধিনায়ককে নিয়ে মুখ খোলে না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন তাহলে এই নিয়ে মুখ খুললেন কিমের বোন? মনে করা হচ্ছে, এর পিছনে আসল কারণ দেশের জনতার প্রতি তিনি কতটা উদ্বিগ্ন তা বোঝানো।

[আরও পড়ুন: ‘আমার বাড়িতেই দপ্তর খুলুক ইডি, সিবিআই’, আর্থিক তছরুপের মামলায় হুঙ্কার তেজস্বীর]

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ সূত্রে জানা যাচ্ছে,কিম ইয়ো জং জানাচ্ছেন, তাঁর অসুস্থ দাদা দেশবাসীকে নিয়ে এতই উদ্বিগ্ন যে এক মুহূর্তও সেই অর্থে শুতে পারছেন না তিনি। উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণকে ‘জ্বর’ বলে চালানো হচ্ছে। কিমের বোন অবশ্য এটা পরিষ্কার করেননি, তাঁর দাদার জ্বরটিও দেশজুড়ে চলতে থাকা অসুস্থতারই অংশ কি না।

তবে বুধবারই কিম কোভিডের বিরুদ্ধে ‘বিরাট জয়’ ঘোষণা করেছেন। দু’সপ্তাহ ধরে দেশে কোনও করোনা সংক্রমণ ঘটেনি বলে দাবি করেছে উত্তর কোরিয়ার প্রশাসন। তারপরই বুধবার এই মহামারীর বিরুদ্ধে ‘বিরাট জয়’ ঘোষণা করেছেন একনায়ক। কিন্তু এবার জানা গেল, খোদ কিমই অসুস্থ। প্রসঙ্গত, অতিরিক্ত ওজন ও ধূমপান করার বদভ্যাস রয়েছে কিমের। যেহেতু তাঁর পরিবারে হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, তাই তাঁর শরীরের দিকে বিশেষ নজর রয়েছে চিকিৎসকের।

[আরও পড়ুন: ‘খয়রাতির রাজনীতির শিকার দেশের অর্থনীতি’, নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ