Advertisement
Advertisement
Kim Jong-Un

কিমের উত্তরাধিকারী! উত্তর কোরিয়ার মসনদে ভবিষ্যতে বসবে এই কিশোরী?

চিন সফরে কিমের সঙ্গে ছিল এই ছোট্ট মেয়েটি।

Kim Jong-Un's teen daughter may become North Korea’s next ruler
Published by: Biswadip Dey
  • Posted:September 6, 2025 2:25 pm
  • Updated:September 6, 2025 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিম জং-উন। উত্তর কোরিয়ার এই শাসককে ঘিরে রহস্যের কুয়াশা অব্যাহত। দীর্ঘদিন ধরেই আলোচনা পাক খায় তাঁর উত্তরাধিকারী কে তা নিয়ে। এপ্রসঙ্গে তাঁর বোনের নামও উঠেছে। কিন্তু এবার আলোচনায় কিমের ত্রয়োদশ বর্ষীয় কিশোরী কন্যা। যার নাম কিম জু-আই। এই কিশোরীই নাকি এরপর উত্তর কোরিয়ার মসনদে বসবে।

Advertisement

সম্প্রতি চিনে গিয়েছিলেন কিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চিনের সাফল্যের ৮০ বছর পূর্তি উপলক্ষে কুচকাওয়াজে তাঁকে দেখা গিয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে। আর এই সফরে কিমের সঙ্গী হিসেবে দেখা গিয়েছে তাঁর কিশোরী মেয়েকে। এরপর থেকেই ‘স্পটলাইট’ তার মাথার উপরে।

জানা যাচ্ছে, ২০১৩ সালের আশপাশে জন্ম কিমের কন্যার। যদিও মেয়েটির জন্মের তারিখ কিংবা অন্য বিবরণ কিছুই কখনও প্রকাশ করেনি উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। কিন্তু এনবিএ স্টার ডেনিস রডম্যান সেই সময় উত্তর কোরিয়া সফরে এলে ‘ফাঁস’ করে দেন জু-আই-এর কথা। তবে ওই কিশোরী প্রকাশ্যে আসে ২০২২ সালের নভেম্বরে। কিন্তু প্রকৃত অর্থে এবারই তাকে বিশ্বরাজনীতির মঞ্চে প্রথমবার দেখা গেল। যদিও তাকে বাবার সঙ্গে ওই প্যারেড দেখতে দেখা যায়নি, তবুও সুকৌশলে কিম তাঁর কন্যাকে বিশ্ব রাজনীতির অলিন্দে তুলে ধরলেন বলেই মনে করা হচ্ছে।

এদিকে আলোচনায় রয়েছে কিমের ডিএনএ মোছার বিষয় নিয়ে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কিমের ব্যবহৃত চেয়ারের হাতল কিংবা যে কাচের গ্লাসে তিনি জল খেয়েছিলেন সেই গ্লাস ইত্যাদি সবই মুছে ফেলা হচ্ছে। এমনকী, অন্য যেসব আসবাব স্পর্শ করেছিলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক, সবই মুছে দেওয়া হয়েছে। উদ্দেশ্য, কিমের ডিএনএ চিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু কেন এরকম প্রয়াস? সেটা এখনও পরিষ্কার নয়। তবে বিশেষজ্ঞদের মতে, রুশ প্রতিরক্ষা দপ্তর কিংবা চিনের নজরদারি এড়াতেই এই পদক্ষেপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement