Advertisement
Advertisement
Colorado

মিশর থেকে আমেরিকায় গিয়ে অবৈধভাবে বসবাস! কলোরাডো হামলাকারীর পরিচয় প্রকাশ্যে

বোল্ডার শহরে ইজরায়েলিদের শান্তি মিছিলে আগুনবোমা ছুড়ে ৬ জনকে জখম করে সে।

Know anti-jewish attacker in Colorado,USA who injured six by bomb blast
Published by: Sucheta Sengupta
  • Posted:June 2, 2025 11:29 am
  • Updated:June 2, 2025 11:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের মাঝে আমেরিকার কলোরাডোয় শান্তি মিছিলে হামলা। রবিবার বোল্ডার শহরের ইহুদি বিদ্বেষী এই ঘটনা পরিকল্পিত সন্ত্রাসবাদী আক্রমণ বলে নিশ্চিত করেছে মার্কন গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলাকারী পরিচয় মিলেছিল আগেই। এবার তার খুঁটিনাটি তথ্যও বের করে ফেললেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ইজরায়েলিদের শান্তিপূর্ণ মিছিলে দু’হাতে দু’ধরনের বোমা নিয়ে হামলা, ৬ জনকে দগ্ধ করা ব্যক্তির নাম মহম্মদ সাবরি সোলিমান। সে আদতে মিশরের বাসিন্দা।

Advertisement

পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, রবিবার বোল্ডার শহরের পার্ল স্ট্রিটে ইহুদিদের উপর হামলা চালানোর সময় নানা স্লোগান শোনা গিয়েছিল তার গলায়। কখনও সে বলেছে, ‘ইহুদিদের শেষ করে দাও’, কখনও বলছে, ‘ওরা হত্যাকারী’, কখনও আবার ‘ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ প্যালেস্টাইনকে মুক্ত করার দাবি সে তুলেছে জোর গলায়। একহাতে মলোটভ ককটেল বোমা, আরেকহাতে আগুনবোমা ছুড়ে আমেরিকার মাটিতে ইহুদি বিদ্বেষের চরম নিদর্শন রেখেছে সোলিমান। বছর পঁয়তাল্লিশের সোলিমানকে জেরা করছেন এফবিআই তদন্তকারীরা।

বোল্ডার শহরের পার্ল স্ট্রিটে হামলা। ছবি: সোশাল মিডিয়া।

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, ২০২২ সালের আগস্টে বি-২ ভিসা নিয়ে সে ঢুকেছিল আমেরিকায়। সাধারণত পর্যটক বা চিকিৎসার জন্য এই ভিসা ব্যবহার করা হয়। ভিসার মেয়াদ শেষের পরও থেকে গিয়েছে অবৈধভাবে। তবে এই তথ্য এখন সরকারি তরফে যাচাই করা হয়নি বলে খবর।ডেনভারের এফবিআইয়ের ফিল্ড অফিসার তথা স্পেশাল এজেন্ট মার্ক মিখালেকের কথায়, ”প্রাথমিক সবকিছু খতিয়ে দেখার পর স্পষ্ট হয়েছে, এটা একেবারেই পরিকল্পিত হিংসা। এফবিআই একে জঙ্গি হামলা হিসেবেই তদন্ত শুরু করেছে।”

সপ্তাহখানেক আগেই আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ইজরায়েল দূতাবাসে এক অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় এক যুবক। ইলিয়াস রডরিগেজ নামে ওই আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল দুই দূতাবাস কর্মী। আগামী কয়েকদিনের মধ্যেই নিহত সারা মিলগ্রিম ও ইয়ারন লিসচিনস্কির বাগদান হওয়ার কথা ছিল জেরুজালেমে। কিন্তু তার আগেই মৃত্যুদূত ধাওয়া করল যুগলের জীবন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বোল্ডার শহরে ছড়াল ইহুদি বিদ্বেষ। এফবিআই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসব ঘটনার তদন্ত করছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ