Advertisement
Advertisement
Pahalgam

পহেলগাঁও হামলার জঙ্গির শেষকৃত্য PoKতে, নৃশংস হত্যালীলায় আরও স্পষ্ট পাকযোগ!

শেষকৃত্যে হাজির হয় লস্কর কমান্ডারও।

Last rites of Pahalgam attacker performed in PoK
Published by: Anwesha Adhikary
  • Posted:August 3, 2025 2:11 pm
  • Updated:August 3, 2025 2:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গির শেষকৃত্য় হল পাক অধিকৃত কাশ্মীরে। গত সোমবার অপারেশন মহাদেবে নিকেশ হয় পহেলগাঁওয়ে হামলাকারী তিন জঙ্গি। তার পরেই জানা যায়, শেষকৃত্য সম্পন্ন হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে, তার নিজের গ্রামে। বিশ্লেষকদের মতে, পহেলগাঁও হামলার নেপথ্য পাকযোগ আরও স্পষ্ট হল এই ঘটনায়।

Advertisement

গত সোমবার শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মহাদেব’। লোকসভায় এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় তিন জঙ্গিই সেনার গুলিতে মারা গিয়েছে। এই তিন জঙ্গির নাম সুলেমান, আফগান এবং জিবরান। এই তিন জনকে খাবার জুগিয়ে সাহায্য করেছিল যে ব্যক্তি তাকে আগেই আটক করা হয়েছিল। সেই নিহত জঙ্গিদের দেহ শনাক্ত করেছে।

অপারেশন মহাদেবে খতম হওয়া জিবরান ওরফে হাবিব তাহিরের শেষকৃত্য হয় পাক অধিকৃত কাশ্মীরের খাই গালা গ্রামে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যাচ্ছে, গ্রামের অনেকেই তাহিরের শেষকৃত্যে হাজির হয়েছেন। লস্কর-ই-তইবার বেশ উচ্চপদস্থ জঙ্গি ছিল এই তাহির। তার শেষকৃত্যে হাজির হয় লস্কর কমান্ডার রিজওয়ান হানিফ। কিন্তু তাকে বাধা দেয় তাহিরের পরিবার। এই বিষয়টিকে কেন্দ্র করে বেশ অশান্তির সৃষ্টি হয় শেষকৃত্যের অনুষ্ঠানে। গ্রামবাসী এবং তাহিরের পরিবারকে বন্দুক বের করে ভয় দেখায় রিজওয়ানের সঙ্গীসাথীরা। শেষ পর্যন্ত শেষকৃত্য ছেড়ে বেরিয়ে যায় রিজওয়ানরা।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় মৃত্যু হয়েছিল ভারতের ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। নৃশংস এই হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। এটি এক ধরনে স্যাটেলাইট ফোন যা পহেলগাঁওয়ে হামলা চালানোর সময় ব্যবহার করে জঙ্গিরা। সেই ফোন ফের চালু হতেই সেনাবাহিনী জঙ্গিদের লোকেশন জেনে যায়। শুরু হয়ে যায় অপারেশন মহাদেবের প্রস্তুতি। শেষ পর্যন্ত সফলভাবে পহেলগাঁও হামলার জঙ্গিদের নিকেশ করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ