সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনে বিরাট জয় পেল বামপন্থী জোট। শুক্রবার পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, অন্তত ৬২ শতাংশ ভোট পড়েছে বাম জোটের পক্ষে। পার্লামেন্টের ২২৫টি আসনের ১২৩টিই জিতে নিয়েছে তারা। আরও বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন জোটের প্রার্থীরা। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বামপন্থী জোটের নেতা অনুরা কুমার দিশানায়েক। তার পরেই দ্রুত পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা করেন তিনি।
শ্রীলঙ্কার বামপন্থী দল জনতা ভিমুক্তি পেরামুনার নেতৃত্বে গঠিত হয়েছে ন্যাশনাল পিপলস পাওয়ার জোট। গতবার পার্লামেন্ট নির্বাচনে এই জোট মাত্র তিনটি আসন পেয়েছিল। খুব অল্প সময়ের জন্য কৃষিমন্ত্রীও হয়েছিলেন দিশানায়েক। কিন্তু ধীরে ধীরে তৎকালীন রাজাপক্ষে সরকারের থেকে দূরত্ব বাড়াতে শুরু করে বামপন্থী জোট। তার পরেই বিরাট আর্থিক সংকট শুরু হয় দ্বীপরাষ্ট্রে। সেই বেহাল দশা কাটানোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে জয়ী হন দিশানায়েক।
সেপ্টেম্বর মাসে দিশানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হন। কুরসিতে বসেই তিনি দ্রুত পার্লামেন্ট নির্বাচনের ডাক দেন। বৃহস্পতিবার সংসদীয় নির্বাচন হয় গোটা শ্রীলঙ্কাজুড়ে। ভোট দেওয়ার পরেই অবশ্য জয় নিয়ে আশাবাদী ছিলেন দিশানায়েক। ভোট দেওয়ার পরে তিনি বলেন, রাজনীতিতে দুর্নীতি দূর করবে এনপিপি জোট। দেশের বেহাল অর্থনীতিকেও ফের চাঙ্গা করার আশ্বাস দিয়েছে জোট।
দিশানায়েকের এই প্রতিশ্রুতিতে ভরসা রেখেই ৬২ শতাংশ মানুষ ভোট দিয়েছে বামপন্থী জোটকে। ১৯৪৭ সালের পর প্রথমবার জাফনা জেলায় বিপুল ভোট পেয়েছে তারা। অন্যদিকে দিশানায়েকের প্রধান প্রতিদ্বন্দ্বী, বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসার দলের ঝুলিতে মাত্র ১৮ শতাংশ ভোট পড়েছে। লঙ্কা পুলিশের দাবি, শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। অন্তত ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন পার্লামেন্ট নির্বাচনে। ইতিমধ্যেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বাম জোট। তার পরেও প্রচুর আসনে বাম জোটের প্রার্থীদের জয় কেবল সময়ের অপেক্ষা, খবর সূত্রের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.