Advertisement
Advertisement
Air India

আহমেদাবাদ কাণ্ডের জের! এবার ব্রিটেন-আমেরিকায় আইনি জটে পড়তে পারে এয়ার ইন্ডিয়া

মামলা দায়ের হতে পারে মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং-এর বিরুদ্ধেও।

Legal Trouble For Air India? Lawsuits Likely In UK, US Over Ahmedabad Plane Crash
Published by: Subhodeep Mullick
  • Posted:July 1, 2025 5:18 pm
  • Updated:July 1, 2025 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ কাণ্ডের জের! এবার বিদেশে বিপাকের মুখে এয়ার ইন্ডিয়া! সূত্রের খবর, বেশ কয়েকটি আন্তর্জাতিক ল’ফার্ম ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটেনের কিস্টোন এবং আমেরিকার উইনসার ল’ফার্ম। শীঘ্রই তারা নাকি ভারতীয় বিমান সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের বিরুদ্ধেও আদালতে যেতে পারে ফার্মগুলি।

কিস্টোন ল’ফার্মের এক অংশীদার জেমস হিলি প্র্যাট বলেন, “আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্রিটেনের যে নাগরিকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমানে আমরা সমস্ত নথি এবং এখনও পর্যন্ত যে তথ্যগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলি খতিয়ে দেখছি। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি আমরা বোয়িং-এর বিরুদ্ধেও লন্ডন হাই কোর্টে মামলা দায়েরের কথা ভাবছি।” ল’ফার্মটির তরফে জানানো হয়েছে, মন্ট্রিল কনভেনশনের মতো আন্তর্জাতিক আইন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে আমেরিকা কিংবা ব্রিটেনে মামলা দায়ের করার অনুমতি দেয়। এই আইন অনুযায়ী, কোনও বিমান সংস্থার বিমান এই সমস্ত দেশে পরিষেবা প্রদান করলে অথবা এই দেশগুলির সঙ্গে যদি আক্রান্তদের যোগ থাকে, তাহলে মামলা দায়ের করা যায়। এক্ষেত্রে কোনও যাত্রীর মৃত্যু হলে অথবা আক্রান্ত হলেও ওই বিমান সংস্থাকে সম্পূর্ণরূপে দায়ী করা যায়। মামলার নিরিখে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়।

গত ১২ জুন দুপুরে টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement