Advertisement
Advertisement
Nepal Protest

অস্থির নেপালে কি সেনাশাসন? জল্পনা রাজতন্ত্র ফেরা নিয়েও

Gen-Z protests in Nepal: বিমানবন্দর দখল উন্মত্ত জনতার। জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক সরকারি অফিস।

Live Updates: Massive violence erupts in Nepal due to GenZ protest, PM Modi condoles death
Published by: Amit Kumar Das
  • Posted:September 9, 2025 2:06 pm
  • Updated:September 10, 2025 12:11 am   

সোশাল মিডিয়া উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও, হিংসার আগুন নিভছে না নেপালে। Gen-Z বিক্ষোভ এবার ভয়াবহ আকার নিয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক সরকারি অফিস। ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী-সহ মন্ত্রিসভা। নেপালি সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যে হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন ওলি। নেপালের পরিস্থিতিতে উদ্বিগ্ন নয়াদিল্লিও। 

Advertisement

রাত ১০.৩৫: নেপালের হিংসার ঘটনা হৃদয়বিদারক। প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে উদ্বেগপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  প্রধানমন্ত্রী বললেন, “নেপালের স্থিতিশীলতা, উন্নতি এবং শান্তিরক্ষা ভারতের প্রাথমিক গুরুত্ব। আমার নেপালি ভাই-বোনেদের কাছে আবেদন। আপনারা শান্তির পক্ষে থাকুন।” যেভাবে একগুচ্ছ তরুণ প্রাণ চলে গিয়েছে তাতে শোকপ্রকাশও করেছেন প্রধানমন্ত্রী। 

রাত ৯টা: সেনার তরফে বিবৃতি দিয়ে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। কোনওরকম হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে অনুরোধ নেপালি সেনার। তবে ক্ষমতা কাদের দখলে থাকবে তেমন কোনও ইঙ্গিত সেনার তরফে দেওয়া হয়নি। 

সন্ধ্যা ৮.৩০: মঙ্গলবার রাতে নেপালের ধাংগাঢ়ি জেলে হামলা চালায় বিক্ষোভকারীরা। সেখান থেকে রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির রবি লামিচানে-সহ শতাধিক বন্দিকে মুক্ত করে।

সন্ধ্যা ৮: বিহার সংলগ্ন নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি।

সন্ধ্যা ০৬.৪৫: নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বলা হচ্ছে নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি। পরে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয় তাঁর।

৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। কাঠমান্ডুতে সিংহ দরবারে আগুন প্রতিবাদীদের। ছবি: পিটিআই

সন্ধ্যা ০৬.৪০: নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলও ইস্তফা দিলেন।

সন্ধ্যা ০৬.০১: নেপালের সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা। দিল্লিতে নেপালের দূতাবাসের নিরাপত্তা বাড়ল। কিছুক্ষণ পরেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান অশোক রাজ সিগডেল।   

বিকেল ৫.৩৮: বিক্ষোভকারীরা পুড়িয়ে দিল নেপালের প্রাক্তন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারির বাড়ি।

দুপুর, ৩.৫৯: প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী আরজু রানাকে বেধড়ক মারধর আন্দোলনকারীদের।

দুপুর, ৩.৪৬: কাঠমান্ডু পর্যন্ত বিমান পরিষেবা আপাতত স্থগিত করল ইন্ডিগো।

দুপুর, ৩.৪৬: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলেন্দ্র শাহ। বর্তমানে তিনি কাঠমান্ডুর মেয়র।

দুপুর, ৩.২৫: প্রধানমন্ত্রী ওলির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল।

দুপুর, ৩.০৩: কাঠমান্ডু ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী।

দুপুর, ৩.০৩: নয়াদিল্লি-কাঠমান্ডু একাধিক বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া।

দুপুর, ২.১৩: আন্দোলনকারীদের চাপের মুখে অবশেষে ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।

প্রধানমন্ত্রী ওলির ইস্তফাপত্র।

দুপুর, ২.০১: সংসদ ভবনের সমস্ত দরজা খুলে দিল সেনা। দরজা খুলতেই ঢুকে পড়ল উন্মত্ত জনতা। নেপালের অর্থমন্ত্রীকে ফেলে মার। প্রাণ বাঁচাতে দৌড়। বিদ্রোহীদের হাতে ঘুরছে সেনার অস্ত্র।

দুপুর, ২.৪৮: ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দখল উন্মত্ত জনতার। বাতিল সমস্ত উড়ান। নেপালের আকাশে চক্কর কাটছে দিল্লি-কাঠমাণ্ডু, ঢাকা-কাঠমাণ্ডুর বিমান।

দুপুর ১.৫৬: উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দিল সংসদ ভবনে। জ্বলছে একের পর এক থানা।

দুপুর, ১.৩০: সংসদ ভবনের সমস্ত দরজা খুলে দিল সেনা। দরজা খুলতেই ঢুকে পড়ল উন্মত্ত জনতা। নেপালের অর্থমন্ত্রীকে ফেলে মার। প্রাণ বাঁচাতে দৌড়। বিদ্রোহীদের হাতে ঘুরছে সেনার অস্ত্র।

দুপুর, ১.১৮: প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন জ্বালিয়ে দিল আন্দোলনকারীরা।

Nepal GenZ Protest

দুপুর, ১২.১০: কাঠমাণ্ডুতে প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর আন্দোলনকারীদের। ওলির বাড়ির সামনে ভিড় উন্মত্ত জনতার। প্রতিবাদীদের থামাতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ।

সকাল ১১.৫৫: আন্দোলনকারীদের থামাতে বিবৃতি ওলি সরকারের। সকলকে শান্তি বজায় রাখার আর্জি। পাশাপাশি সমস্যা মেটাতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আর্জি।

সকাল, ১০.৪৬: পড়শি দেশের হিংসায় উদ্বিগ্ন ভারত সরকার। সোমবার বিবৃতি জারি করে কেন্দ্র জানিয়েছে, ‘নেপালের কাঠমাণ্ডু-সহ একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে, সেদিকেও আমরা নজর রাখছি। নেপালে যেসমস্ত ভারতীয়রা রয়েছেন, তাঁদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হচ্ছে। নেপালি প্রশাসনের নির্দেশ মতো চলতে অনুরোধ করা হচ্ছে ভারতীয়দের।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ