সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিজেট ম্যাক্রোঁকে ঘিরে সেদেশে ঘনিয়েছে ‘লিঙ্গ চক্রান্তে’র কুয়াশা! এমনিতেই দেশে জনরোষের মুখে পড়তে হচ্ছে ম্যাক্রোঁকে। এর মধ্যেই জানা গেল, ব্রিজেট প্রস্তুত হচ্ছেন নারীত্বের পরীক্ষা দেবেন বলে! মার্কিন অতি-দক্ষিণপন্থী ও রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যানডেনস ওয়েনস ব্রিজেটকে পুরুষ বলে দাবি করেছিলেন। এরপরই তাঁর বিরুদ্ধে রুজু হয় মানহানির মামলা। অবশেষে এক পডকাস্টে ম্যাক্রোঁর আইনজীবী টম ক্লেয়ার জানিয়েছেন, আদালতে নিজের নারীত্বের প্রমাণ দেবেন ম্যাক্রোঁ জায়া।
ব্রিজেটকে নিয়ে এমন দাবি এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে নাতাচা রে নাম্নী ইউটিউবে একটি ভিডিওয় দাবি করেছিলেন ম্যাক্রোঁর স্ত্রী আসলে ওঁর ভাই। আসল নাম জিন-মিচেল ট্রগনিক্স। তিনি একজন রূপান্তরকামী। নিজের লিঙ্গ বদলে নারী হয়েছেন তিনি। পরবর্তী সময়ে ২০২১ সালেও এই দাবি করতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের সময় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। ওই ব্লগার কেবল মুখেই দাবি করেননি, তিনি ম্যাক্রোঁর ভাইয়ের একটি ছবি দেখিয়েও দাবি করেন এটাই ফার্স্ট লেডির শৈশবের ছবি! নাতাচার বিরুদ্ধে মানহানির মামলা করেন ম্যাক্রোঁ। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর অনুকূলেই রায় দেয় আদালত। কিন্তু গত জুলাইয়ে সেই রায় পরিবর্তন করে জানানো হয়, ওই ব্লগার যা দাবি করেছেন তা কোনওভাবেই অপমান করার জন্য নয়।
এদিকে ক্যানডেনস ওয়েনসও ২০২৪ সাল থেকে একই দাবি করতে থাকেন। এমনকী, এই দাবিকে সত্যি বলতে তিনি নিজের সমগ্র পেশাদার কেরিয়ারকেও বাজি রাখতে তৈরি বলেও জানান তিনি। এরপরই জুলাই মাসে ম্যাক্রোঁ তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এবার সেই মামলারই প্রমাণস্বরূপ নিজের নারীত্বের ফটোগ্রাফিক ও সায়েন্টিফিক তথ্য দেবেন ইমানুয়েলের স্ত্রী ব্রিজেট ম্যাক্রোঁ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.