সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইলে মুখ গুঁজে থাকা ‘বখাটে’ জেন জি যে দেশের রাজনৈতিক পালাবদল করতে পারে তা এতদিন ভাবতে পারেনি কেউই। তবে সেই ধারনা বদলে দিয়েছিল নেপাল। বলা ভাল পথ দেখিয়েছিল বিশ্বকে। ‘এভারেস্ট’ ছেড়ে এবার সেই জেন জি বিক্ষোভের পুড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। জেন জি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা।
রয়টর্সকে দেওয়া সাক্ষাৎকারে মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো জানিয়েছেন, “সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। আমরা প্রেসিডেন্টের দপ্তরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন।” এদিকে ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার ভিত্তিতে ফরাসি সামরিক বিমানে করে অ্যান্ড্রেকে তাঁর দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, জেন জিকে সন্তুষ্ট করতে দিন দশেক আগে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। যদিও তাতে বিশেষ কাজ না হওয়ায় এবার দেশ ছাড়লেন তিনিও।
কিন্তু কেন এই বিক্ষোভ মাদাগাস্কারে? জানা যাচ্ছে, দ্বীপরাষ্ট্রে অশান্তির সূত্রপাত গত ২৫ সেপ্টেম্বর। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের জেরে প্রতিবাদে নেমেছিলেন মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ আগে থেকেই ছিল দেশটিতে। এবার এই ক্ষোভ অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলনের সামনের সারিতে উঠে আসে জেন জি। অ্যান্ড্রের পাশাপাশি দেশবাসী ক্ষুব্ধ ছিলেন প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে।
এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ১ অক্টোবর প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেন অ্যান্ড্রে। তাতে অবশ্য বিশেষ কাজ হয়নি। বরং জনগণের পাশে দাঁড়িয়ে অ্যান্ড্রের বিরোধিতা করে দেশটির সেনাবাহিনীও। এবার নেপালের পথ ধরে রাজনৈতিক পালাবদলের দিকে এগোল একদা ফরাসি উপনিবেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.