মাদাগাস্কারের সেনাবাহিনী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জেন জি’ বিদ্রোহে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। সরকারের পতন ঘটলেও অশান্তির আগুন নেভেনি পূর্ব আফ্রিকার ছোট্ট এই দেশে। এই পরিস্থিতিতে মাদাগাস্কারের রাজনৈতিক ক্ষমতার দখল নিল সেখানকার সেনাবাহিনী। মঙ্গলবার সেখানকার জাতীয় রেডিওতে সেনাকর্তা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা বলেন, “দেশের ক্ষমতার দখল নিয়েছি আমরা।”
মাদাগাস্কারে সরকারি বিরোধী বিক্ষোভ দেশে চরম আকার নিলে, সেই বিক্ষোভে প্রত্যক্ষ সমর্থন যুগিয়েছিল সেনার বড় অংশ। যার নেতৃত্বে ছিলেন কর্নেল মাইকেল। প্রেসিডেন্টের দেশছাড়ার খবর নিশ্চিত হওয়ার পর মাইকেল ঘোষণা করেন, সেনাবাহিনী দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করেছে। সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ বহাল থাকবে। যা অতীতে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। শুধু তাই নয় সেনাকর্তা আরও জানান, সেনাবাহিনী ও জেন্ডারমেরি আধিকারিকদের নিয়ে একটি গভর্নিং কাউন্সিল প্রতিষ্ঠা করবে। যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী নিযুক্ত করে সরকারও গঠন করা হবে।
উল্লেখ্য, দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে অশান্তির সূত্রপাত গত ২৫ সেপ্টেম্বর। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের জেরে প্রতিবাদে নেমেছিলেন মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ আগে থেকেই ছিল দেশটিতে। সেই ক্ষোভ অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলনের সামনের সারিতে উঠে আসে জেন জি। অ্যান্ড্রের পাশাপাশি দেশবাসী ক্ষুব্ধ ছিলেন প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে। ১ অক্টোবর প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেন রাজোয়েলিনা। তাতে বিশেষ কাজ হয়নি। বরং জনগণের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্টের বিরোধিতা করে দেশটির সেনাবাহিনী।
এই অবস্থায় বিপদ বুঝে সোমবার জানা যায় গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট। ফরাসি সংবাদমাধ্যম সূত্রের জানা যায়, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার ভিত্তিতে ফরাসি সামরিক বিমানে করে অ্যান্ড্রেকে তাঁর দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দেশ ছাড়ার পর এক বিবৃতিতে রাজোয়েলিনা বলেন, দেশে তাঁর প্রাণহানির সম্ভাবনার রয়েছে। তার ফলেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তিনি। মাদাগাস্কারের একজন বিরোধী দলের প্রধান, সেনাবাহিনী এবং এক বিদেশি কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, রাজোয়েলিনা রবিবার ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.