Advertisement
Advertisement

Breaking News

Salman Khurshid

বড় সমস্যা মিটিয়েছে মোদি সরকার! এবার ৩৭০ ধারা বাতিলের ভূয়সী প্রশংসায় কংগ্রেসের সলমন খুরশিদ

বিদেশে গিয়ে মোদি সরকারের একের পর এক সিদ্ধান্তের প্রশংসা করে চলেছেন কংগ্রেস নেতারা।

Major problem, finally put to end: Congress leader Salman Khurshid praises Article 370 abrogation
Published by: Subhajit Mandal
  • Posted:May 30, 2025 10:40 am
  • Updated:May 30, 2025 10:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরের বড় সমস্যা মিটিয়ে দিয়েছে মোদি সরকার। নিজের এবং দলের অবস্থান থেকে ১৮০ ঘুরে গিয়ে দাবি করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। বিদেশের মাটিতে ভারতীয় সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছে, সলমন খুরশিদ সেই দলের অংশ। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, “৩৭০ ধারা বিলোপের পর দেশের বাকি অংশের সঙ্গে একাত্ম হয়েছে কাশ্মীর। বাড়ছে উন্নয়নের গতিও।”

ইন্দোনেশিয়ায় অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান এবং পাকিস্তানের সন্ত্রাসের মুখোশ খুলতে গিয়ে সলমন খুরশিদ বললেন, “দীর্ঘদিন ধরে কাশ্মীরের একটা বড় সমস্যা ছিল। আসলে ৩৭০ ধারা যতদিন ছিল, ততদিন সরকারগুলির চিন্তাভাবনাও অন্যরকম ছিল। কোথাও একটা ধারণা ছিল যে কাশ্মীর দেশের বাকি অংশের থেকে আলাদা।” সলমন বলে দেন, “৩৭০ ধারা বাতিল করে এই বড় সমস্যাটা মেটানো গিয়েছে।” সোজাসুজি মোদি সরকারের প্রশংসা না করলেও এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেস নেতা। তিনি বলছেন, “৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে একটা ভোট হয়েছে। তাতে ৬৫ শতাংশ ভোট পড়েছে। আজ সেখানে নির্বাচিত একটা সরকার চলছে। মানুষ চায়, আগে যা হয়েছে সব ভুলে থাকতে। আজ উপত্যকা উন্নয়নের পথে।”

২০১৯ সালে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি জম্মু-কাশ্মীরকে ভাগ করা হয় দুই কেন্দ্র শাসিত অঞ্চলে। একটি জম্মু কাশ্মীর ও অন্যটি লাদাখ। প্রাথমিকভাবে সেই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করে কংগ্রেস। সে সময় কেন্দ্রের সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন এই সলমন খুরশিদও। একাধিক কংগ্রেস নেতা সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছিলেন। যদিও পরে সুপ্রিম কোর্ট কেন্দ্রের ওই সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার পর সেভাবে এর বিরোধিতা করেনি কংগ্রেস।।

সলমন খুরশিদ এবার সরাসরি কেন্দ্রের ওই বিতর্কিত সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে গেলেন। এমনিতেই শশী থারুরের একের পর এক মন্তব্যে দল চাপে, তার উপর আবার সলমন খুরশিদ। অস্বস্তি বেড়েই চলেছে কংগ্রেসের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement