নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সাংবাদিকের নিতম্ব স্পর্শ করার চেষ্টা! উদ্বোধনের দিনই হইচই ফেলে দিল সৌদি আরবের (Saudi Arabia) প্রথম পুরুষ রোবট। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে রোবটটি।
জানা গিয়েছে, গত ৪ মার্চ রিয়াধের একটি অনুষ্ঠানে প্রথমবারের জন্য প্রকাশ্যে আনা হয় পুরুষ রোবটটিকে। তার সামনে দাঁড়িয়ে মাইক হাতে কথা বলছিলেন এক মহিলা সাংবাদিক। সেই সময়ে আচমকাই মহিলা সাংবাদিকের দিকে হাত বাড়িয়ে দেয় রোবটটি। সাংবাদিকের নিতম্ব ছুঁয়ে যায় রোবটের হাত। তবে সঙ্গে সঙ্গেই হাত সরিয়েও নেয় রোবটটি। ঘটনা দেখে চমকে যান সাংবাদিক। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হয় এক মহিলা রোবটকেও। কিন্তু পুরুষ রোবটের এই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ইতিমধ্যেই ৮ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। অধিকাংশই তোপ দেগেছেন এই আচরণকে। কেউ বলছেন, এই রোবটের কোডিংটাই করা হয়েছে মহিলাদের হেনস্তার জন্য। ‘ওমেনাইজার’, ‘বিকৃত মানসিকতা’-র মতো তকমাও জুটেছে সৌদি আরবের প্রথম রোবটের কপালে। তবে অধিকাংশই ভেবে পাচ্ছেন না, একটি যন্ত্রমানুষ কী করে এমন অভব্য আচরণ করতে পারে। কী এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটি তৈরিতে।
Saudi Arabia unveils its man shaped AI robot Mohammad, reacts to reporter in its first appearance
— Megh Updates 🚨™ (@MeghUpdates)
তবে কয়েকজনের দাবি, হয়তো রোবট তৈরির প্রযুক্তিতে কোনও ত্রুটি রয়ে গিয়েছে। আরও উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে রোবট বানানো উচিত ছিল। কেউ আবার মনে করছেন, হয়তো হঠাৎ করে রোবটের যন্ত্র বিকল হয়ে গিয়েছিল। সেই জন্যই এমন আচরণ করেছে। তবে মহিলা সাংবাদিকের সঙ্গে এই কাজ করার পরে দিব্যি স্বাভাবিকভাবেই কথা বলতে দেখা যায় রোবটকে। পরিষ্কার কণ্ঠে সে জানায়, “আমার নাম মুহাম্মদ। সৌদি আরবের প্রথম পুরুষ রোবট।” কৃত্রিম বুদ্ধিমত্তায় দেশের অগ্রগতি খতিয়ে দেখতেই রোবট বানানোর প্রক্রিয়া শুরু করেছিল সৌদি আরব। কিন্তু শুরুতেই বিতর্ক বাঁধাল সেই প্রচেষ্টা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.