Advertisement
Advertisement
Mamata Banerjee London Tour

লন্ডন সফরের দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে

আজ লন্ডনে ভারতীয় হাইকমিশনের এক অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee loaded with various programmes during day 2 of her London tour
Published by: Sucheta Sengupta
  • Posted:March 24, 2025 10:45 am
  • Updated:March 24, 2025 11:26 am   

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক, লন্ডন: মেঘ-বৃষ্টিকে সঙ্গী করে রবিবার দুপুর থেকে লন্ডন সফর (London Tour) শুরু করেছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে ঠাসা কর্মসূচি তাঁর। এদিন ভারতীয় হাইকমিশনের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার পর্যন্ত টানা একাধিক কর্মসূচিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে সেরে ফেলবেন জরুরি বৈঠকগুলিও। এবার মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও রয়েছেন WBTC-এর অফিসাররা। পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত দীর্ঘ বিমানযাত্রা। তবে সেই ধকলের মধ্যেও মুখ্যমন্ত্রী এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেননি সেভাবে। চোখ রেখেছিলেন ফাইলে। সময় কম, অথচ পরপর কর্মসূচি। ভারতীয় হাই কমিশনে আমন্ত্রণ থেকে ব্রিটিশ বণিকসভার সঙ্গে লগ্নি বৈঠক, শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা। টানা ব‌্যস্ততা। এয়ারপোর্ট-লাউঞ্জ বা বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী দোতলা বিমান, প্রতি মুহূর্তে সর্বত্র মানুষের উৎসাহ মনে করিয়ে দিচ্ছে মুখ‌্যমন্ত্রীর (Mamata Banerjee) এবারের সফরের গুরুত্ব। অক্সফোর্ডে বাঙালি বা ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যেও তা অনেকটাই।

রবিবার লন্ডন পৌঁছেই মুখ‌্যমন্ত্রী চলে যান বাকিংহ‌্যাম প‌্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেল। আগামী কয়েকদিন এটাই তাঁর অস্থায়ী ঠিকানা। আগেও যখন লন্ডন এসেছেন, এখানেই থেকেছেন তিনি। এর আগে মুখ‌্যমন্ত্রী হয়েই এসেছিলেন বাকিংহ‌্যাম প‌্যালেসের আমন্ত্রণে। পরে আরও একবার ভগিনী নিবেদিতার স্মৃতিবিজড়িত বাড়িতে ব্লু প্লাগ লাগানোর অনুষ্ঠানে। মাঝে অবশ‌্য লন্ডন স্কুল অফ ইকনমিক্স-সহ আরও কিছু সংস্থার আমন্ত্রণ ছিল। এবার অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেবেন মুখ‌্যমন্ত্রী। বিষয়, সামাজিক উন্নয়ন। আসলে এই সামাজিক উন্নয়নে মমতার মডেল বিশ্বে বন্দিত এখন। সেই জনপ্রিয়তা প্রতি মুহূর্তে উপলব্ধি হচ্ছে।

সোমবার ভারতীয় হাইকমিশনের কর্মসূচি। সেখানে বাংলার জনপ্রিয় মুখ‌্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৫ তারিখ শিল্প সম্মেলন। ব্রিটিশ শিল্পপতিরাও আসবেন। ভারত থেকে সত‌্যম রায়চৌধুরী, উমেশ চৌধুরী ছিলেন। দুবাইতে যোগ দিয়েছেন উজ্জ্বল সিনহা, মেহুল মোহানকা। ওইদিনই মুখ‌্যমন্ত্রীর উপস্থিতিতেই ম‌্যাঞ্চেস্টার সিটির সঙ্গে টেকনো ইন্ডিয়ার চুক্তি সই হবে। বুধবার অর্থাৎ ২৬ মার্চ শিল্প সম্মেলনের পরবর্তী প্রক্রিয়া চলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ