সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী গিয়েছেন ইউরোপ সফরে। তাঁর অনুপস্থিতিতেই রাজ্যে ঘটে গিয়েছে বিরাট দুর্ঘটনা। স্কুলে উর্দূ শিক্ষক নিয়োগের প্রতিবাদ করতে গিয়ে গুলি লেগে প্রাণ হারিয়েছে ২ ছাত্র। আর তা নিয়ে রীতিমতো ধুন্ধুমার রাজ্য রাজনীতি। এ নিয়ে মুখ খুলেই একের পর এক বোমা ফাঁটালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সরাসরি অভিযোগ,
ইতালি থেকে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পরিবারের প্রতি সমর্থন আছে, ছাত্রছাত্রীদের কী করে জানবে কোন শিক্ষক যোগ দিচ্ছেন। ছাত্রছাত্রীরা ঠিক করতে পারবেন না, সংস্কৃত শিক্ষক যদি যোগ দিতে পারে উর্দু কেন পারবে না। অনেক জায়গা বাংলায় আছে যেখানে সংস্কৃত-উর্দু-নেপালি-গুরুমুখি ভাষা ১০ শতাংশের বেশি। তাই কোনও উর্দূ শিক্ষক কাজে যোগ দিতে গেলে আমি বাধা দিতে পারি না। আমি যে কোনও পড়ুয়ার পাশে আছি। পড়ুয়ার মৃত্যু সমর্থনযোগ্য নয়।
স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, ইস্যুটাকে ধর্মীয়করণ করা হয়েছে। দাঙ্গা বাধানোর জন্য পরিকল্পনা করে সশস্ত্র গুন্ডাদের আনা হয়েছিল। যে বন্দুকের গুলিতে ছাত্ররা মারা গিয়েছেন তা পুলিশের ছোঁড়া গুলি নয়। ইসলামপুরে ছাত্রদের মৃত্যু হয়েছে বিজেপি-আরএসএসের ভাড়া করে আনা গুণ্ডারা। ছাত্রদের মৃত্যুর জন্য বিজেপি দায়ী , আরএসএস দায়ী। বিজেপি-আরএসএসকে এর দায় নিতে হবে। বিজেপির নোংরা রাজনীতি আমরা সমর্থন করতে পারি না। বিহার-ঝাড়খণ্ড-অসমের সীমান্ত থেকে বাংলায় হামলা চালানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.