Advertisement
Advertisement
Australia

গলায় হাঁটু চেপে ভারতীয় যুবকের শ্বাসরোধ পুলিশের! অস্ট্রেলিয়ায় ফিরল জর্জ ফ্লয়েডের স্মৃতি

ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার ভিডিও।

Man suffers brain injuries after Australian cop allegedly 'kneels on his neck'
Published by: Biswadip Dey
  • Posted:June 3, 2025 2:50 pm
  • Updated:June 3, 2025 2:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যু আজও বিশ্বকে স্তম্ভিত করে রাখে। এবার অস্ট্রেলিয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি গুরুতর জখম হলেন একই ভাবে। আমেরিকার মিনেপলিসে জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে চেপে ধরে হত্যা করেছিলেন এক পুলিশ আধিকারিক। অভিযোগ, ৪২ বছরের ভারতীয় যুবককেও একইভাবে খুন করার চেষ্টা করেন এক অস্ট্রেলিয়ান পুলিশ আধিকারিক। মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে এই মুহূর্তে কোমায় রয়েছেন ওই যুবক।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার ভিডিও। স্থানীয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে, অ্যাডিলেডে রাস্তার উপরে গৌর কুন্ডি নামের ওই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন। তাঁর স্ত্রী অমৃতপাল কৌর ভিডিওয় তুলে রাখেন মুহূর্তটি। গৌরবকে বলতে শোনা যাচ্ছিল, ”আমি কোনও অন্যায় করিনি।” তাঁর স্ত্রীকেও বলতে শোনা যায়, ”হ্যাঁ, উনি কিছুই করেননি। এটা কী হচ্ছে! হে ঈশ্বর! ওরা অন্যায় করছে।” ভিডিওটি অবশ্য মাঝপথেই থামিয়ে দিতে হয় বলে জানিয়েছেন কৌর। আতঙ্কে ও অসহায়তায় তিনি আর রেকর্ডিং চালিয়ে যেতে পারেননি বলেই দাবি।

এখন কেমন আছেন গৌরব? কৌর জানাচ্ছেন, ”চিকিৎসকরা বলেছেন, ওর মস্তিষ্ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেটা কাজ করে উনি জেগে উঠবেন, কিংবা হয়তো আর জাগবেনই না।” কিন্তু কেন পুলিশ চড়াও হল তাঁর উপরে? প্রশাসন জানিয়েছে, রাস্তার মাঝখানেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। তাই দেখে পুলিশ সেখানে উপস্থিত হয়। কিন্তু গৌরবকে গ্রেপ্তার করতে চাইলে তিনি হিংস্রভাবে প্রতিবাদ করেন। এরপর পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষে তিনি আহত হয়ে পড়েন।

২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে গ্রেপ্তার করার সময় শ্বেতাঙ্গ এক অফিসার তাঁর ঘাড়ে হাঁটু চেপে ধরেন। ওই ভাবে প্রায় ৯ মিনিট থাকার পর মৃত্যু হয় ফ্লয়েডের। মৃত্যুর আগে তাঁর অসহায় আর্তি, ”আমি শ্বাস নিতে পারছি না” শুনে শিউরে উঠেছিল সবাই। অস্ট্রেলিয়ার গৌরবের ঘটনা সেই নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি ফেরাল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ