Advertisement
Advertisement
Coca Cola

জলের বদলে দিনভর শুধুই কোকাকোলা! চরম মাশুল দিলেন প্রৌঢ়

দিনে জল না খেয়ে ৩ লিটার কোল্ড ড্রিংকস খেয়ে থাকতেন তিনি।

Man who drank up to three litres of Coca Cola every day instead of water
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 25, 2025 5:14 pm
  • Updated:June 25, 2025 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে অনেকেই কোকাকোলায় গলা ভিজিয়ে নেন। কিন্তু তা বলে জলের বদলে শুধুই এই ঠান্ডা পানীয়? সকাল থেকে রাত পর্যন্ত জলের বদলে শুধুমাত্র এই কোকাকোলা খেয়েই থাকতেন ব্রাজিলের এক ব্যক্তি! যার ভয়ংকর মাশুল গুণতে হল তাঁকে। মূত্রাশয় থেকে অস্ত্রোপচারের পর বের হয়েছে ৩৫টি বিশালাকার পাথর। গোটা ঘটনায় হতবাক চিকিৎসকরাও। তাঁদের দাবি, দিনে জল না খেয়ে ৩ লিটার কোল্ড ড্রিংকস খেয়ে থাকতেন তিনি। সেখান থেকেই পাথর হয়েছে তাঁর পেটে। 

জানা গিয়েছে, এই ঘটনা ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের কাপিনোপোলিস হাসপাতালের। কয়েকদিন আগে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন ওই রোগী। পরীক্ষা করে পাথরগুলোর হদিশ মেলে। দ্রুত অস্ত্রোপচারের জন্য তৈরি হয় বিশেষ মেডিক্যাল টিম। চিকিৎসকরা জানান, রোগীর মূত্রাশয় থেকে প্রায় ৬০০ গ্রাম ওজনের ৩৫টি ক্যালসিয়াম অক্সালেট-ফসফেট পাথর মিলেছে। অস্ত্রোপচার সফল হয়েছে। রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

কিন্তু সকলকে সচেতন করার জন্য জটিল এই অপারেশন একটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই হাসপাতালেরই ইউরোলজিস্ট থালেস ফ্রাঙ্কো দি অ্যান্ড্রাদে। তিনি লিখেছেন, ‘জল কম খাওয়া, প্রস্রাবের অম্লতা বৃদ্ধি, মূত্রে ক্যালসিয়াম-অক্সালেটের পরিমাণ বেড়ে যাওয়া মূত্রাশয়ে পাথরের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।’ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ।

এই সতর্কবার্তা দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাও। কোকাকোলা জাতীয় ঠান্ডা পানীয়ের মধ্যে থাকে ফসফরিক অ্যাসিড। যা প্রস্রাবকে অতিরিক্ত অম্ল করে। আর এর থেকেই কিডনিতে পাথর জমে। এছাড়াও এই ধরনের পানীয়তে অতিরিক্ত চিনি থাকে। যা শরীরের ক্যালসিয়াম বিপাক প্রক্রিয়াকে ব্যাহত করে এবং প্রস্রাবে খনিজের ঘনত্ব বাড়িয়ে দেয়। এছাড়াও থাকে ক্যাফেইন। অতিরিক্ত ক্যাফেইনযুক্ত খাবার খেলে ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা দেয়। তাই অতিরিক্ত কোল্ড ড্রিংকস না খাওয়ায়ই শ্রেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement