সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় এক ভারতীয় মহিলাকে খুনের তিন মাস পর পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। ধৃতের নাম জারডাইন ফস্টার। তাঁর বয়স ৩২ বছর। গত মঙ্গলবার হ্যামিলটন পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও খবরটি প্রকাশ্যে এসেছে শুক্রবার।
পুলিশ সূত্রে খবর, নিহত ছাত্রীর নাম হরসিমরত রন্ধাওয়া। তিনি হ্যামিলটনের মোহক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ১৭ এপ্রিল আপার জেমস স্ট্রিট এবং সাউথ বেন্ড রোডের সংযোগস্থলে একটি বাস স্ট্যান্ডের কাছে তাঁকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হরসিমরতকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুই দলের মধ্যে গন্ডগোল চলছিল। যার একটিতে ছিল জারডাইন। ভুলবশত তিনি হরসিমরতকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। কিন্তু কোনওভাবেই জারডাইনের খোঁজ পাচ্ছিলেন না তদন্তকারীরা। গত মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে জারডাইনকে গ্রেপ্তার করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.