সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনা। বিখ্যাত হালং উপসাগরে যাত্রী সমেত উলটে গেল একটি নৌকা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
ভিয়েতনামের সংবাদমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে ৪৮ জন পর্যটক এবং ৫ জন ‘ক্রু’ ছিলেন। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৮ মিনিট নাগাদ ডাউগো গুহার কাছে ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে নৌকাটি। প্রবল জলোচ্ছাস এবং ঝোড়ে হাওয়ার জেরে আচমকা উলটে যায় নৌকাটি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। সূত্রের খবর, এখনও পর্যন্ত অন্তত ৩৪ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে অনেক শিশুও। তবে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে ১১ জন। যদিও আরও আট জন যাত্রীর এখনও কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে উদ্ধারকাজ বন্ধ ছিল। রবিবার সকাল থেকে ফের তা শুরু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভিয়েতনামের হালং উপসাগর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। এটি একটি ইউনেস্কোর দ্বারা চিহ্নিত একটি হেরিটেজ সাইটও। স্থানীয়রা জানাচ্ছেন, এই অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন খুবই স্বাভাবিক। ২০২৩ সালেও এখানে একইরকম একটি দুর্ঘটনা ঘটে। প্রবল ঝড়বৃষ্টি এবং জলোচ্ছাসের কারণে প্রায় ৩০টি ভেসেল উলটে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.