ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাসুদ আজহার! জানা গিয়েছে, বাহওয়ালপুর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে দেখা গিয়েছে জইশ-ই-মহম্মদ প্রধানকে। প্রাথমিকভাবে অনুমান, বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জোর গলায় দাবি করেছিলেন মাসুদ নাকি পাকিস্তানে নেই।
অপারেশন সিঁদুরে এই বাহওয়ালপুরেও আক্রমণ শানিয়েছিল ভারত। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। খতম হয়েছিল বহু জেহাদি। এবার জইশের ‘গড়’ বাহওয়ালপুরের আশেপাশেই দেখা গেল মাসুদ আজহারকে। উল্লেখ্য, এই বাহওয়ালপুরেই অপারেশন সিঁদুরের সময়ে পরিবারের ১৪ সদস্যকে হারায় মাসুদ।
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের যে অংশে মাসুদকে সম্প্রতি দেখা গিয়েছে সেটি মূলত পর্যটনক্ষেত্র। হ্রদ এবং পার্কে ভরা নিভৃত জায়গাটিতে খুব বেশি পর্যটকরা ভিড় জমান না। ওই এলাকায় দু’টি মসজিদ এবং বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ওই এলাকায় মাসুদ কেন গিয়েছে তা জানা যায়নি।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই বুক বাজিয়ে বিলাওয়াল দাবি করেছিলেন, “আজহার মোটেই পাকিস্তানে নেই। সে রয়েছে আফগানিস্তানে। যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেপ্তার করতে পারি। কিন্তু ঘটনা হল, ভারত সরকার তেমন কিছু দিচ্ছে না।” কিন্তু তারপরেই দেখা গেল বহাল তবিয়তে পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি।
উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রীও মাসুদ আজহার। শুধু তাই নয়, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ-সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের। কিন্তু দিনের পর দিন পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে দিন কাটাচ্ছে সে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.