Advertisement
Advertisement
New York

নিউইয়র্কে রেস্তরাঁয় ফের বন্দুকবাজের হামলায় মৃত ৩, আততায়ীদের খোঁজে তল্লাশি পুলিশের

হামলাকারীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি।

Mass Shooting in New York, 3 Dead, 8 Injured
Published by: Amit Kumar Das
  • Posted:August 17, 2025 5:32 pm
  • Updated:August 17, 2025 6:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। রবিবার সকালে নিউইয়র্কের ব্রুকলিন নামের এক রেস্তরাঁয় এলোপাথাড়ি গুলি চালাল আততায়ীরা। মর্মান্তিক সেই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন। হামলাকারীদের দলে ছিল একাধিক দুষ্কৃতী। বেলাগাম গুলি চালানোর পর চম্পট দেয় তারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। হামলাকারীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এই হামলা চালায়। হঠাৎ রেস্তরাঁয় ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গুলিতে যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁদের এক জনের বয়স ২৭, অন্যজনের ৩৫। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও স্পষ্ট নয়। পাশাপাশি যারা আহত হয়েছেন তাঁদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

নিউইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিসচ জানান, “৯১১ এমারজেন্সি নম্বরে অল্প সময়ের মধ্যে একাধিক ফোন পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও ততক্ষণে হামলা চালিয়ে এলাকা ছেড়েছে আততায়ীরা। হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। তবে এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোল উদ্ধার করা হয়েছে। যে ঘটনা ঘটেছে তা ভয়াবহ। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।”

উল্লেখ্য, আমেরিকার মাটিতে বন্দুকবাজের হামলা এই প্রথম নয়, এর আগে টেক্সাসের অস্টিন শহরে এক দোকানের সামনে হামলা চালিয়েছিল এক বন্দুকবাজ। সেই হামলায় মৃত্যু হয় ৩ জনের। তার আগে ১৩ জুলাই রবিবার কেন্টাকির একটি চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। বন্দুকবাজের হামলায় নিহত হন দু’জন। এক পুলিশ আধিকারিক-সহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। লাগাতার এহেন হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ