Advertisement
Advertisement
Donald Trump

দ্রুত সিদ্ধান্ত না নিলে ‘রক্তের বন্যা’ বইবে, ফের হামাস-ইজরায়েলকে সতর্কবার্তা ট্রাম্পের

একাধিক দেশের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনার হয়েছে, দাবি ট্রাম্পের।

'Massive Bloodshed Will Follow' Donald Trump Warns Israel and Hamas
Published by: Kishore Ghosh
  • Posted:October 6, 2025 9:21 am
  • Updated:October 6, 2025 9:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত সিদ্ধান্ত না নিলে ‘রক্তের বন্য়া’ বইবে, যা কেউ চায় না। এই ভাষাতেই ফের প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইজরায়েলকে সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইসঙ্গে গাজায় শান্তি ফেরানোর জন্য মরিয়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, হামাস এবং একাধিক দেশের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয় বন্ধ হবে বলেই মনে করছেন তিনি।

Advertisement

সোমবারই মিশরে যুযুধান ইজরায়েল এবং হামাস গোষ্ঠীর আলোচনায় বসার কথা। ঠিক তার আগে গাজায় শান্তি ফেরাতে দুই পক্ষকেই তাড়া দিলেন ট্রাম্প। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘প্রথম পর্যায়ের আলোচনা এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। আমি সকলকে বলছি, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই শতাব্দীপ্রাচীন দ্বন্দ্বের দিকে আমি নজর রেখেছি এবং রাখব। সময়ই আসল, না হলে রক্তের বন্যা বইবে। সেটা কেউ দেখতে চায় না।’’এইসঙ্গে তিনি জানান, গাজায় শান্তি প্রক্রিয়ায় নিয়ে হামাস এবং একাধিক দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

এই বিষয়ে ট্রাম্পের বক্তব্য, “এই সপ্তাহান্তে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের (আরব, মুসলিম এবং বাকি সকলে) সঙ্গে আমার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। পণবন্দিদের মুক্তি, গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে কথা হয়েছে। সবচেয়ে জরুরি হল পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো। এই আলোচনা খুবই সফল হয়েছে। দুই পক্ষ সোমবার মিশরে আবার দেখা করবে এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।’’ উল্লেখ্য, প্রথম পর্যায়ের গাজায় শন্তি আলোচনায় পণবন্দিদের মুক্তি নিয়ে কথা হয়েছিল।

উল্লেখ্য, শান্তিপ্রস্তাবের মাঝেই শনিবার ফের গাজায় মারণ হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইজরায়েলের এই হামলার পর প্রশ্ন উঠছে, আদৌ কি শান্তি ফিরবে গাজায়? জানা গিয়েছে, শনিবার সকালে গাজা শহর এবং গাজার দক্ষিণাংশের খান ইউনিস এলাকায় গোলাবর্ষণ করে ইহুদি সেনা। এর মধ্যে গাজা শহরে মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, খান ইউনিস এলাকায় মৃত্যু হয় ২ জন সাধারণ নাগরিকের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ