সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণঘাতী হামলা ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) উপর। বুধবার রাশিয়ার (Russia) তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, রুশ প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দু’টি ড্রোন। ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভ থেকেই ওই ড্রোন ওড়ানো হয়েছিল বলেই দাবি রাশিয়ার। যদিও হামলার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সম্পূর্ণ সুস্থ রয়েছেন পুতিন, এমনটাই জানানো হয়েছে রাশিয়ার বিবৃতিতে। হামলাকারী ড্রোনদুটি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে রাশিয়া।
বুধবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, ধোঁয়ায় ঢেকে গিয়েছে প্রেসিডেন্ট পুতিনের বাসভবন সিটাডেল। বাসভবন লক্ষ্য করে উড়ে আসছে ড্রোন, এমনটাও দেখা গিয়েছে ওই ভিডিও। তবে পুতিনের বাসভবনে আছড়ে পড়ার আগেই ধ্বংস হয়ে যায় ড্রোন দুটি। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণেই ড্রোন দুটি নষ্ট করা গিয়েছে বলে দাবি রাশিয়ার।
গোটা ঘটনার জন্য ইউক্রেনকেই দায়ী করে বিবৃতি দিয়েছে ক্রেমলিন। তাদের সাফ দাবি, প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সঠিক সময়ে এর বদলা নেবে রাশিয়া। আরও জানা গিয়েছে, ঘটনার সময়ে বাসভবনেই কাজ করছিলেন পুতিন। তবে হামলার জেরে তাঁর বাসভবনের কোনও ক্ষতি হয়নি। আগামী দিনের পরিকল্পনা অনুযায়ীই নিজের সমস্ত কর্মসূচি চালিয়ে যাবেন রুশ প্রেসিডেন্ট।
জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে উড়ে এসেছে দুটি কামিকাজে ড্রোন। প্রসঙ্গত, ইউক্রেনের উপর হামলা চালানোর জন্য ইরান থেকে এই বিশেষ ড্রোন কিনেছে রাশিয়া, এমনটাই জানা গিয়েছিল সূত্র মারফত। রাশিয়ার তরফে ইউক্রেনকে দায়ী করা হলেও সেই দাবি খারিজ করে দিয়েছে জেলেনস্কির দেশ। প্রেসিডেন্টের মুখপাত্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, “ইউক্রেন কখনই ক্রেমলিনের উপর হামলা চালাবে না। কারণ তাতে সামরিক ভাবে কোনও লাভ হবে না। এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনও সম্পর্ক নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.