ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক ম্যাচের প্রতিবাদে সরব আমজনতা থেকে শুরু করে রাজনীতিবিদরা। সেই প্রতিবাদের আঁচ গিয়ে পড়তে পারে দুবাইয়ে খেলার মাঠেও। সেই বিষয়টি আন্দাজ করতে পেরে ভারত-পাক ম্যাচে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দুবাই প্রশাসন। নিরাপত্তারক্ষীদের বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। হিংসাত্মক আচরণ বা বিদ্বেষমূলক আচরণ করলে ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি দুবাই থেকে বিতাড়িতও করা হতে পারে দোষীদের।
পহেলগাঁও হামলায় নিহতদের পরিবার চাইছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেন খেলতে না নামে। স্বজনহারা এই পরিবারগুলির কান্নায় চোখে জল এসেছে গোটা ভারতের। আমজনতা থেকে শুরু করে রাজনীতিবিদ, একযোগে ভারত-পাক ম্যাচের বিরোধিতা করেছেন। সেকারণেই রবিবার সারাদিন সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ভারত-পাক ম্যাচ। তবে অন্যান্যবারের মতো ক্রিকেটের যুদ্ধ দেখার উৎসাহে নয়, এবারের ট্রেন্ড হল ভারত-পাক ম্যাচ বয়কটের ডাক দিয়ে। প্রাক্তন সেনাকর্মী থেকে শুরু করে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সকলেই বার্তা দিয়েছেন এই ভারত-পাক ম্যাচ যেন বয়কট করেন আপামর ভারতবাসী। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হলেও এশিয়া কাপের আয়োজক ভারতই।
একদিকে ভারতে ম্যাচ বয়কটের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন আমজনতা। অন্যদিকে, দুবাইয়ে মাঠে গিয়ে প্রতিবাদ জানাতে পারেন ক্রিকেটপ্রেমীদের একাংশ, এমন সম্ভাবনাও রয়েছে। সেই প্রতিবাদ ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় তার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে দুবাই পুলিশ। তাদের তরফে জানানো হয়, ম্যাচ ঘিরে বিশেষ নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শকদের নিরাপত্তার পরিপন্থী ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করবে পুলিশ।
অনুমতি ছাড়া মাঠে ঢোকা, বাজি বা অন্যান্য নিষিদ্ধ বস্তু নিয়ে মাঠে প্রবেশ- এসব কারণে ভারতীয় মুদ্রায় ১.২ লক্ষ থেকে শুরু করে ৭.২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে জেল এবং দেশ থেকে বিতাড়নের সাজাও থাকছে। কোনও পতাকা বা ব্যানার নিয়ে মাঠে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। মাঠে কারোওর উদ্দেশ্যে কটু কথা বললেও থাকছে বিরাট শাস্তির খাঁড়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.