সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশে পা দিলেও তাঁর শারীরিক নমনীয়তা এতটুকুও কমেনি। বরং, দিন দিন তাঁর ফিটনেস যেন বেড়েই চলেছে। প্রখ্যাত মডেল এবং অভিনেতা মিলিন্দ সোমন নিজের কনফিডেন্সের প্রমাণ দিলেন আবারও। সম্প্রতি বিএমডব্লিউ বার্লিন ম্যারাথনে ৪২.২ কিলোমিটার পথ মাত্র ৪ ঘণ্টা ৩২ মিনিটে অতিক্রম করে নতুন রেকর্ড গড়লেন তিনি।
গত কয়েকদিন আগেই আহমেদাবাদ থেকে মুম্বই ৫৭০ কিলোমিটার খালি পায়ে দৌঁড়ে রেকর্ড গড়েছিলেন ভারতের এই মডেল-অভিনেতা। এই ‘দ্য গ্রেট ইন্ডিয়া রান’-এ তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর মা’ও।
এর পাশাপাশি গত বছর জুরিখের আয়রনম্যান রেসে ৩.৮ কিলোমিটার সাঁতার কেটেছিলেন তিনি। সেই সঙ্গে ১৮০ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছিলেন এবং দৌড়ে পার হয়েছিলেন ৪২.২ কিলোমিটার পথ।
কেউ কি মানতে চাইবেন, জীবনে কোনও দিনই সাইকেল চালাননি মিলিন্দ? প্রায় এক দশক নামেননি জলেও?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.