Advertisement
Advertisement
America

‘নো কিংস’ ডাক দিয়ে আমেরিকার পথে লাখো মানুষ, ট্রাম্প-বিরোধী আন্দোলন ৫০টি প্রদেশে

অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে গদি ছাড়তে বলছে জনতা।

Millions of anti-Trump demonstrators protest across America on President's birthday
Published by: Kishore Ghosh
  • Posted:June 15, 2025 7:42 pm
  • Updated:June 15, 2025 7:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিবাসী ইস্যুতে সপ্তাহ খানেক ধরে অগ্নিগর্ভ আমেরিকার লস অ্যাঞ্জেলস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধী আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে মার্কিন মুলুকের অন্যত্রও। এবার খোদ প্রেসিডেন্টের জন্মদিনে ‘নো কিংস’ (রাজা চাই না), ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘সংবিধন বাঁচান’ স্লোগান উঠল আমেরিকার মাটিতে। সব মিলিয়ে দেশের মাটিতে অস্বস্তি বাড়ছে ট্রাম্পের।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার ৫০টি প্রদেশ ‘নো কিংস’ ডাক দিয়ে আন্দোলনে নেমেছেন লাখ লাখ মানুষ। রাস্তায়, পার্কে, প্লাজায় পোস্টার হাতে ট্রাম্পের অভিভাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ নাগরিকরা। এমনকী ছোট শহরতলিগুলিতেও ছড়িয়েছে আন্দোলনের আগুন। অবৈধ অভিবাসীদের নির্বিচার গ্রেপ্তারির প্রতিবাদে গত সাত দিন ধরে ক্ষোভে ফুঁসছে লস অ্যাঞ্জেলেস-সহ আমেরিকার বিভিন্ন শহর।

মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল স্কট শেরম্যান জানিয়েছেন, উত্তপ্ত লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ডের ৪ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী এবং ৭০০ মেরিনস মোতায়েন করা হয়েছে। ইরাক এবং সিরিয়ায় এই মুহূর্তে যে পরিমাণ মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই সংখ্যাটি তার থেকেও বেশি। প্রসঙ্গত, পেন্টাগনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সিরিয়ায় প্রায় ২ হাজার এবং ইরাকে ২ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিদ্রোহ দমাতে শহরের রাস্তায় যে হারে নিরাপত্তা কর্মী নামাচ্ছে মার্কিন প্রশাসন তাতে মনে করা হচ্ছে আগামী দিনে সংখ্যাটি ৫ হাজার ছাড়িয়ে যাবে। গ্রেপ্তার করা না হলেও গোলমাল ছড়ানোর অভিযোগে ব্যাপক ধরপাকড় ও আটক অভিযান চলছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে শুক্রবার থেকেই উত্তেজনা শুরু হয় লস অ্যাঞ্জেলসে। রবিবার কয়েক হাজার আন্দোলনকারী পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রতিবাদীদের হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসকাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাঁদের কাজ করতে না পারেন, যা সবাই জানে যে তাঁরা পারবেন না, তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং সমস্যাটির সমাধান করবে। দাঙ্গাকারী এবং লুটেরাদের ক্ষেত্রে যেভাবে সমাধান করা উচিত।’

উল্লেখ্য, আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কড়া আইন এনেছেন। মার্কিনিদের স্বার্থে অবৈধ অভিবাসীদের দেশে ফেরাচ্ছে তারা। ইতিমধ্যে ১১ এপ্রিল থেকে সে দেশে কার্যকর হয়েছে ‘দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট’। এবার অভিবাসীদের সঙ্গে সরাসরি সংঘাত নিরাপত্তা বাহিনীর। যা কড়া হাতে দমনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ