সংবাদ প্রতিদিন ডিজাটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলে ১৭ তম ব্রিকস সম্মেলনের ‘শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার’ বিষয়ক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর।” ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিকস দেশগুলির কাছে আহ্বান জানান তিনি।
বরিবার ব্রিকসের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন, ‘পহলেগাঁও হামলা শুধু ভারতের উপর আঘত এমন নয়। এটি মানবতার উপরও আঘাত এনেছে।’গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈরসন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। যাঁদের মধ্যে বেশিরভাগ পর্যটক ছিলেন। এরপরেই সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত। ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এরপরই আজারবাইজানে ইকোনকিম কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ঘ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ সরিফ দাবি করেছিলেন, “জম্মু ও কাশ্মীরে একটি ঘটনার পর ভারত অকারনে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে।”
এরই মধ্য ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাস। পহেলগাঁওয়ের হামলা শুধু ভারতের উপর হামলা নয়। এটি মানবতার উপরও হামলা।” পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিকস দেশগুলিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনও জায়গা নেই। যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবে তাকে এর মূল্য চোকাতে হবেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.