Advertisement
Advertisement
America

৪ নাবালক সন্তানকে গুলি করে পুলিশকে ফোন মায়ের! নারকীয় হত্যাকাণ্ড আমেরিকায়

১৪ মিলিয়ন ডলারের বন্ডে মহিলাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Mother shoots her 4 children, killing 2 of them in America

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:October 6, 2025 3:42 pm
  • Updated:October 6, 2025 3:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেরই চার নাবালক সন্তানকে লক্ষ্য করে গুলি মায়ের! ভয়ংকর এই ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাসে। মায়ের হাতে গুলি খেয়ে মৃত্যু হয়েছে দুই সন্তানের। বাকি দু’জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৩১ বছর বয়সি অভিযুক্ত মহিলাকে। ১৪ মিলিয়ন ডলারের বন্ডে তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

ব্রাজোরিয়া কাউন্টির শেরিফ বো স্টলম্যান রবিবার সাংবাদিকদের জানান, এই হামলা চলে গত শনিবার। ওই মহিলার ৪ জন সন্তান যাঁদের বয়স যথাক্রমে ১৩, ৯, ৮ এবং ৪। এদেরকে নিয়ে টেক্সাসের অ্যাঙ্গেলটন এলাকায় বাস করতেন মহিলা। শনিবার পুলিশকে ফোন করে নিজের সন্তানদের গুলি করার ঘটনা বলেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গুলিবিদ্ধ অবস্থায় গাড়ির পাশে পড়ে রয়েছে ৪ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হেলিকপ্টারে হিউস্টন-এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ ও ৪ বছর বয়সি দুই সন্তানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজন চিকিৎসাধীন।

পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের ঘটনায় ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে হেফাজতে নেওয়া হয়েছে। কেন ওই মহিলা এভাবে নিজের সন্তানদের গুলি করে হত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখছে। তবে অনুমান করা হচ্ছে মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন যার জেরেই এই কাণ্ড ঘটান তিনি। পুলিশ এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাইয়ে দিতে যথাসাধ্য চেষ্টা করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ