সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ দিনের জাপান সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আজ বুধবার দুপুরে তিনি পা রাখেন টোকিওতে। তাঁর এই সফরে ৫টি সমঝোতা স্মারক-সহ একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। টোকিও কাছে বড় অঙ্কের আর্থিক সাহায্যও চাওয়া হয়েছে। ব্যবসায় ভারতের থেকে বড়সড় ধাক্কা খেয়ে এখন বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা মজবুত চেষ্টা করছেন ইউনুস। ‘ভারতবন্ধু’ জাপানকেও কাছে টানার চেষ্টা করছেন তিনি।
জানা গিয়েছে, আজ জাপানের স্থানীয় সময় দুপুর ২টো ৫ মিনিটে টোকিওতে পৌঁছন ইউনুস। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ দাউদ আলি। এই সফরে ইউনুস নিক্কেই ফোরামের ‘ফিউচার অফ এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। আগামী ৩১ মে ইউনুসের দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ঢাকা থেকে জনশক্তি রপ্তানির বিষয়েও কথা বলবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের লক্ষ্য এক লক্ষ্য নাগরিককে জাপানে পাঠানো। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলাদা করে সেমিনারও করবেন প্রধান উপদেষ্টা।
সূত্রের খবর, এই সেমিনারে জাপানি বিনিয়োগকারীদের জন্য কী কী সুবিধা দেওয়া হবে, তা নিয়ে কথা বলবেন ইউনুস। সেমিনারে তিনশোর বেশি জাপানি বিনিয়োগকারী থাকবেন। গত সোমবার ঢাকায় বিদেশ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত বিদেশসচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছিলেন, এই সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি ‘এক্সচেঞ্জ অব নোটস’ সই হতে পারে। এ ছাড়া বাংলাদেশ জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেটের সহায়তা চাইবে। বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো নয়। স্থলপথে বহু বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে এবার জাপানের কাছে আর্থিক সাহায্য চাইছে ইউনুসের বাংলাদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.