ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলার (Mumbai attack) মূলচক্রী হাফিজ সইদ (Hafiz Saeed) পাকিস্তানে জেল খাটছে। তাকে ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সাতটি ভিন্ন মামলায় তাকে এই সাজা শুনিয়েছে আদালত। এমনই তথ্য দিল রাষ্ট্রসংঘ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
২০০৮ সালের ডিসেম্বরে হাফিজকে ‘গ্লোবাল টেররিস্ট’ তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতেও রয়েছে লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। শোনা যাচ্ছিল পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে হাফিজ সইদ। এমনকী, রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী। এই পরিস্থিতিতে এই বয়ান দিল রাষ্ট্রসংঘ। সেখানে জানানো হয়েছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকেই জেল খাটছে হাফিজ।
এদিকে গত ডিসেম্বরেই ভারত হাফিজ সইদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। এই বিষয়ে পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, “পাকিস্তান ভারত সরকারের অনুরোধ গ্রহণ করেছে। তারা তথাকথিত আর্থিক তছরুপ মামলায় জড়িত হাফিজ সইদের প্রত্যর্পণ চাইছে। কিন্তু এটাও মনে রাখা দরকার ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.