সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয়বার। জার্মানির মিউনিখ বিমানবন্দরের আকাশে ফের দেখা মিলল ‘রহস্যময়’ ড্রোনের। এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। ফলে ব্যাহত হয় উড়ান পরিষেবা। আটকে পড়েন ৬ হাজারেরও বেশি যাত্রী। এমনকী বেশ কিছু বিমান ঘুরিয়ে দেওয়া হয় বলেও খবর।
জানা গিয়েছে, শুক্রবার রাতের দিকে বিমানবন্দরের আকাশে একটি ড্রোন দেখা যায়। এরপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ফলে সেখানে আটকে পড়েন প্রায় ৬ হাজার যাত্রী। লন্ডন, স্পেন-সহ ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে উড়ে আসা বিমানগুলিকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত মিউনিখ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। তারপর থেকে পরিষেবা স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে দক্ষিণ জার্মানির একাধিক শহরের আকাশে প্রচুর ড্রোন দেখা যায়। সেই সময়ও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মিউনিখ বিমানবন্দরে বিমান ওঠানাম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওই দিন বিমানবন্দরে আটকে পড়েন প্রায় ৩ হাজারেরও বেশি যাত্রী। কিন্তু কোথা থেকে ড্রোনগুলি জার্মানির আকাশে এসেছিল, তা এখনও জানা যায়নি। বলে রাখা ভালো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে দক্ষিণ জার্মানির একাধিক দেশ কিয়েভকে সমর্থন করে এসেছে। এই পরিস্থিতিতে কানাঘুষো শোনা গিয়েছিল, ওই দেশগুলিতে রুশ আক্রমণ হতে পারে। তার মধ্যেই জার্মানির আকাশে ‘রহস্যময়’ ড্রোন দেখতে পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.