সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালিতে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন নাগপুরের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী। জানা গিয়েছে, সঙ্গে তাঁদের তিন সন্তানও ছিল। সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে মৃত দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। বাকিদের দেশে ফেরানোর পদক্ষেপ করা হচ্ছে।
প্রয়াত ব্যবসায়ীর নাম জাভেদ আখতার (৫৫)। তিনি নাগপুরের একটি হোটেলের মালিক। দুর্ঘটনায় তাঁর স্ত্রী গুলশনও (৪৭) মারা গিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর ফ্রান্সে গিয়েছিলেন তাঁরা। এরপর সেখান থেকে ইটালিতে আসেন। দুর্ঘটনার দিন এক মিনিবাসে সপরিবারে সাইট সিইংয়ের জন্য যাচ্ছিল তাঁদের পরিবার। আচমকাই একটি ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। পরে ভ্যানটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে দুর্ঘটনায় ওই দম্পতি ও চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন দম্পতির কন্যা আরজু আখতার (২১)। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি করা হয়েছে দম্পতির বাকি দুই সন্তান শিফা আখতার ও জাজেল আখতারকে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। ইটালির ভারতীয় দূতাবাসের তরফে এই মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। সেই সঙ্গেই প্রয়াত দম্পতির পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, যে কোনও প্রয়োজনে সাহায্য করার। দূতাবাসের তরফে যোগাযোগ রাখা হচ্ছে ইটালির স্থানীয় প্রশাসনের সঙ্গেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.