Advertisement
Advertisement
Narendra Modi

খোশগল্পে মশগুল মোদি-পুতিন, পাত্তাই পেলেন না শাহবাজ! পাক প্রধানমন্ত্রীকে নিয়ে মিমের বন্যা

'রেস্তরাঁয় টিপসের জন্য় অপেক্ষা করছেন', শাহবাজকে খোঁচা নেটিজেনদের।

Narendra Modi and Vladimir Putin ignored Shehbaz Sharif in SCO
Published by: Anwesha Adhikary
  • Posted:September 1, 2025 12:45 pm
  • Updated:September 1, 2025 12:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে অপরের সঙ্গে খোশগল্পে মশগুল হয়ে হেঁটে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিন। পাশে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার এসসিও বৈঠকের এই ছবি হুহু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর সেই ছবি দেখেই হাজারো মিম বানিয়ে ফেলেছেন নেটিজেনরা। তাঁদের মতে, শাহবাজকে দেখে মনে হচ্ছে রেস্তরাঁয় টিপসের জন্য় অপেক্ষা করছেন।

Advertisement

সোমবার এসসিও সম্মেলনে এক ফ্রেমে ধরা দিলেন তিন দেশের প্রধান। খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল নরেন্দ্র মোদি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনকে। রবিবারই জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে নতুন বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদি। সোমবার ‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গেও বৈঠক করছেন তিনি। উল্লেখ্য, রুশ তেল কেনার শাস্তি হিসাবেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় পণ্যের জন্য সেদেশের বাজার খুলে দেওয়া হবে।

এসসিও বৈঠকের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরেছেন পুতিন এবং মোদি। তারপর হাসিমুখে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। যাওয়ার সময়েই একপাশে দাঁড়িয়ে ছিলেন শাহবাজ। কিন্তু মোদি-পুতিন তাঁর দিকে ফিরেও তাকাননি। পাক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করেই এগিয়ে যান তাঁরা। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান কতখানি অপ্রাসঙ্গিক সেটা বোঝাতেই এমন আচরণ করেছেন। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার মুখোমুখি হয়েছেন মোদি-শাহবাজ।

তবে এই ভিডিও ভাইরাল হতেই নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কারোওর মতে, ‘রেস্তরাঁর ওয়েটারের মতো টিপসের জন্য অপেক্ষা করছেন শাহবাজ।’ আবার কেউ বা বলছেন, ‘পাক প্রধানমন্ত্রীর এমন অপমান আগে কেউ কখনও দেখেনি।’ কারোওর দাবি, ‘পাকিস্তানের ভিখারির দশা, তাই প্রধানমন্ত্রীও এইভাবে দাঁড়িয়ে রয়েছেন।’ উল্লেখ্য, এইভাবে এড়িয়ে যাওয়ার পরে এসসিও সম্মেলনে ভাষণ দিতে গিয়েও পাকিস্তানকে তুলোধোনা করেছেন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ