Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

মার্কিন শুল্কযুদ্ধের আবহে জাপান সফরে মোদি, আলোচনায় বাণিজ্য থেকে কোয়াড

জাপান সফর শেষ করেই চিনে পা রাখবেন মোদি।

Narendra Modi arrives at Japan amidst tariff war with USA
Published by: Anwesha Adhikary
  • Posted:August 29, 2025 8:55 am
  • Updated:August 29, 2025 8:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহেই জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। উল্লেখ্য, ভারত এবং জাপান দু’জনেই কোয়াডের সদস্য। আমেরিকার সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কি কোয়াড নিয়ে অগ্রসর হবে দুই দেশ? থাকছে প্রশ্ন।

Advertisement

জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যুও। মোদির সফরের ঠিক আগেই সিবি বলেন, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দু’জন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে, সেটাও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে। এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কী হতে পারে, সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা হবে কোয়াড নিয়েও।” তবে আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে ভারত কোয়াডে কতটা আগ্রহী হবে, সেই নিয়ে প্রশ্ন থাকছে।

অন্যদিকে, মার্কিন শুল্কযুদ্ধের আবহে মূলত বস্ত্র এবং রত্ন রপ্তানির জন্যই বিকল্প বাজারের খোঁজ করছে ভারতের বাণিজ্য মন্ত্রক। নতুন বাজারের সন্ধানে অন্তত ৪০টি দেশে নিজেদের পণ্যের ভাণ্ডার তুলে ধরতে চলেছে বাণিজ্য মন্ত্রক। সেই তালিকায় রয়েছে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। ফলে মোদির এই সফরে ভারত-জাপানের বেশ কিছু বাণিজ্যিক চুক্তি সই হতে পারে। এছাড়াও দুই দেশের বাণিজ্যের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হতে পারে মোদির এই সফরে।

সফরের প্রথম দিনেই জাপানের শিল্পপতিদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। তারপর জাপানের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ। বেলার দিকে জেন বৌদ্ধমন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় আড়াইটে থেকে ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। জাপান সফর শেষ করেই চিনে পা রাখবেন মোদি। সেখানে এসসিও সামিটের ফাঁকে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ