Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

মোদির মুকুটে নয়া পালক, এবার নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত নমো

মঙ্গলবারই ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন ভারতের প্রধানমন্ত্রী।

Narendra Modi Conferred With Namibia's Highest Civilian Award
Published by: Kishore Ghosh
  • Posted:July 9, 2025 7:53 pm
  • Updated:July 9, 2025 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সম্মানপ্রাপ্তিতে নিজেই নিজের রেকর্ড ভেঙেই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের তাঁর মুকুটে নয়া পালক। এবার দক্ষিণ-পশ্চিম অফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বুধবার ভারতের প্রধানমন্ত্রীকে ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্য়াসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস’-এ সম্মানিত করলেন নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নন্দি-নদাইতওয়াহ। এই নিয়ে মোদির ঝুলিতে এল ২৭টি আন্তর্জাতিক সম্মান।

Advertisement

পঞ্চ দেশ সফরের শেষ পর্যায়ে বুধবার নামিবিয়ায় পৌঁছান মোদি। এটাই তাঁর প্রথম নামিবিয়া সফর। ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে আফ্রিকার দেশটিতে যান নমো। এদিন প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি নন্দি-নদাইতওয়া বৈঠকে বসেন। সেখানে দুই দেশ শক্তি ও স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় জোর দেওয়ার বিষয়ে একমত হন। নির্দিষ্ট চারটি বিষয়ে চুক্তি স্বাক্ষরও করেন উভয় রাষ্ট্রপ্রধান। এই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

এর আগে ৬ এবং ৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছন মোদি। রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখেন মোদি। ব্রাজিল পৌঁছতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। ব্রিকস সম্মেলন শেষে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। এর পর মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীকে ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’-এ সম্মানিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement