সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে রুখতে আরও জোরদার হল ভারত-চিন-রাশিয়া অক্ষ! সোমবার এসসিও সম্মেলনে (SCO Summit 2025) এক ফ্রেমে ধরা দিলেন তিন দেশের প্রধান। খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল নরেন্দ্র মোদি (Narendra Modi), শি জিনপিং (Xi Jinping) এবং ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin)। রবিবারই জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে নতুন বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদি। সোমবার ‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
রবিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মোদি জানান, “সীমান্ত সমস্যার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হচ্ছে। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে।” পরে সাংবাদিক সম্মেলনে এসে বিদেশসচিব বিক্রম মিসরিও জানান, শত্রু নয়, ভারত এবং চিন একে অপরকে সঙ্গী ভেবে এগিয়ে চলবে।
অতীতের তিক্ততা মিটিয়ে চিনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে হাঁটছে ভারত। এহেন পরিস্থিতিতেই সোমবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি। উল্লেখ্য, রুশ তেল কেনার শাস্তি হিসাবেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বারবার মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত অবশ্য রুশ তেল কেনা বন্ধ করেনি। বরং বিপুল পরিমাণ তেলের বরাত দিয়েছে। অন্যদিকে রাশিয়ার তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় পণ্যের জন্য সেদেশের বাজার খুলে দেওয়া হবে।
সবমিলিয়ে, চিন এবং রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে, যা মোদির ‘প্রিয় বন্ধু’ ট্রাম্পের রাগের কারণ হয়ে উঠতেই পারে। সেই বন্ধুত্বের ছবিই ধরা পড়ল সোমবার এসসিও সামিট শুরুর আগে। একেবারে খোশমেজাজে দেখা গেল তিন রাষ্ট্রপ্রধানকে। উল্লেখ্য, পুতিনের সঙ্গে বৈঠকের আগে এসসিও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তৃতা দেবেন মোদি। এসসিওর অধীনে কীভাবে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে ভারত, সেকথাই প্লেনারিতে তুলে ধরবেন মোদি।
Prime Minister Narendra Modi hugs Russian President Vladimir Putin as they arrive at the venue of the Shanghai Cooperation Council (SCO) Summit in Tianjin, China.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.