সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মার্কিন প্রশাসনকে ইচ্ছেমতো ঢেলে সাজিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নাসার এক ভারতীয় বংশদ্ভূত শীর্ষকর্তা নীলা রাজেন্দ্রকে সরিয়ে দিলেন তিনি। মার্কিন মহাকাশ সংস্থার ‘বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক’ ডিআই বিভাগের প্রধান (Diversity, Equity and Inclusion Chief) ছিলেন নীলা। ওই পদটিকেই মুছে ফেলে মার্কিন প্রশাসন। এরপরেও নীলাকে চাকরিতে বহাল রাখতে সব রকম চেষ্টা করেছিল নাসা। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
ট্রাম্প প্রশাসন ডিআই বিভাগটিকে তুলে দেওয়ার নির্দেশ দিলে মহাককাশ গবেষণা সংস্থা কর্তৃপক্ষ তাঁকে ‘দলীয় উৎকর্ষতা এবং কর্মচারী সাফল্যে’র প্রধান কার্যালয়ের প্রধান করেছিল। তাতেও অবশ্য সরকারি আগ্রাসন থেকে বাঁচানো যায়নি ভারতীয় বংশ্দ্ভূত তরুণীকে। সেই পদ থেকেও ছাঁটাই করা হয়েছে তাঁকে। সংস্থার প্রধান পরিচালক লরি লেশিন এক বিবৃতিতে জানিয়েছেন, “নীলা রাজেন্দ্র আর জেট প্রপালশন ল্যাবরেটরিতে কাজ করছেন না। আমাদের প্রতিষ্ঠান তাঁর অবদানের জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞ। আমরা তাঁর মঙ্গল কামনা করছি।”
ক্ষমতায় আসার পরে বিভিন্ন পদে নিজের লোক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা থেকে পুলিশ কিংবা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। জন ব়্যাটক্লিফকে বসানো হয়েছে সিআইএ-র মাথায়। উল্লেখ্য, মার্কিন রাজনৈতিক ইতিহাসে দেখা গিয়েছে, বরাবর নতুন আমেরিকান প্রেসিডেন্ট নিজের পছন্দ মতো শীর্ষকর্তা বেছে নিয়েছেন। তবে নাসার মতো সংস্থায় হস্তক্ষেপ ট্রাম্পের আগ্রাসন হিসাবে দেখছেন সেদেশের একটি মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.