Advertisement
Advertisement
Shehbaz Sharif

‘আর ভিক্ষার বাটি নিয়ে ঘুরব না’, ‘বন্ধু’ চিনের পাশে দাঁড়িয়ে ‘হুঙ্কার’ শাহবাজের

চিনকে ‘বিশ্বস্ত বন্ধু’ আখ্যা দিয়ে শাহবাজ বলেন, “ইসলামাবাদ বেজিং-এর সঙ্গে আরও বাণিজ্য করবে।"

Nations No Longer Expect Pakistan To Come Knocking With A Begging Bowl: Shehbaz Sharif
Published by: Subhodeep Mullick
  • Posted:June 1, 2025 2:03 pm
  • Updated:June 1, 2025 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিক্ষার বাটি নিয়ে আর আমরা দোরে দোরে ঘুরব না। দেশের প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার করার কথা জনগণকে বোঝাতে হবে। আমি এবং সেনা প্রধান আসিম মুনীরই সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। কোয়েট্টায় সেনাবাহিনীর সঙ্গে কথোপকথোনের সময় এমনই হুঙ্কার দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শনিবার কোয়েট্টায় সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভিক্ষার বাটি নিয়ে পাকিস্তান আর লোকের দোরে দোরে ঘুরব না। গোটা বিশ্ব সেটা দেখবে। দেশের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার আমাদের করতে হবে এবং তা নির্দিষ্ট জায়গায় ব্যবহারও করতে হবে। আমি এবং সেনা প্রধান আসিম মুনীরই সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।”

এরপরই চিনকে ‘বিশ্বস্ত বন্ধু’ আখ্যা দিয়ে শাহবাজ বলেন, “আগামী দিনে ইসলামাবাদ বেজিং-এর সঙ্গে আরও বাণিজ্য করবে। চিন আমাদের পুরনো এবং বিশ্বস্ত বন্ধু। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহী। তারা চিরকাল সংকটের সময়ে আমাদের পাশে থেকেছেন।”

সন্ত্রাসবাদ নিয়েও এদিন সরব হতে দেখা গিয়েছে পাক প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, “জঙ্গিবাদ দমনে আমাদের সবাইকে এক হতে হবে। যদি আমরা সন্ত্রাসবাদকে পরাজিত করতে সক্ষম হই, তাহলে আমরা আরও শক্তিশালী হব। আমাদের দেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছবে। পাকিস্তানের মাটিতে জঙ্গিবাদকে আশ্রয় দেওয়া চলবে না।”

প্রসঙ্গত, সন্ত্রাসবাদীদের পোষণ করার বদনাম পাকিস্তানের বহুদিনের। পহেলগাঁও হামলার পর যা নিয়ে বিশ্বমঞ্চে আরও কোণঠাসা হয়েছে ইসলামাবাদ। এই আবহে শাহবাজের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণই বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বারবার যে অভিযোগ ওঠে, সেটা কি এবার তাহলে নিজে মুখেই স্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement