Advertisement
Advertisement
Narendra Modi

মার্কিন শুল্কবাণে বেসামাল হয়ে এখন পুতিনকে ফোন মোদির! বিস্ফোরক দাবি ন্যাটো প্রধানের

এই ইস্যুতে নয়াদিল্লি বা ক্রেমলিনের তরফে কিছুই জানা যায়নি।

NATO chief says Narendra Modi has called Vladimir Putin over US tariff
Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2025 11:57 am
  • Updated:September 26, 2025 11:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন শুল্কবাণে বেসামাল হয়ে ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! এমনটাই দাবি করলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। তাঁর কথায়, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন নিয়ে আগামী দিনে রাশিয়ার কী পরিকল্পনা, সেটা বিস্তারিতভাবে জানতেই মোদি ফোন করেছিলেন পুতিনকে। মার্কিন শুল্কবাণের জেরেই মোদির এই পদক্ষেপ, এমনটাই দাবি ন্যাটো কর্তার।

Advertisement

রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকেই এক মার্কিন সংবাদমাধ্যমকে রুট বলেন, “ভার‍তীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা, কারণ ভারত রাশিয়া থেকে তেল কেনে। তাই মার্কিন সিদ্ধান্তের বড়সড় প্রভাব পড়ছে রাশিয়ার উপর।” ন্যাটো কর্তার মতে, “এখন পুতিনকে ফোন করেছেন মোদি। রাশিয়ার পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন তিনি। কিন্তু সঙ্গে এটাও জানতে চেয়েছেন, ইউক্রেন নিয়ে কী কৌশল রয়েছে রাশিয়ার।” যদিও ন্যাটো কর্তার এহেন বিস্ফোরক মন্তব্য নিয়ে নয়াদিল্লি বা ক্রেমলিনের তরফে কিছুই জানা যায়নি।

সাম্প্রতিক অতীতে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে চড়াই- উতরাই পেরিয়েছে, সেই কথা মাথায় রাখলে ন্যাটো কর্তার এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী। আসলে প্রথমে ২৫ শতাংশ ও পরে রাশিয়ার তেল কেনার অভিযোগে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতের উপর। সবমিলিয়ে মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। আমেরিকা দাবি করেছে রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের উপর এই শুল্ক চাপিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে, ইউক্রেনে রুশ আগ্রাসনে পরোক্ষভাবে মদত মিলছে ভারতের তেল কেনার মাধ্যমে।

তবে এই তিক্ততা পেরিয়ে দিনকয়েক আগেই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে ভারত-আমেরিকার মধ্যে। মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়েও দুপক্ষের কণ্ঠে ইতিবাচক সুর। এহেন পরিস্থিতিতে রাশিয়ার আগ্রাসন পরিকল্পনার আগাম আন্দাজ যদি ভারতের কাছে থাকে, তাহলে বাণিজ্যচুক্তি আলোচনার সময়ে ওই তথ্য পেশ করে রুশ তেল কেনার শাস্তিস্বরূপ যে শুল্ক আমেরিকা চাপিয়েছে তার থেকে রেহাই পেতে পারে নয়াদিল্লি। তবে ভারত আদৌ রুশ পরিকল্পনা জানতে চেয়েছে কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ