সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। অবাধে চলছে লুটতরাজ। ব্যাঙ্ক ডাকাতির খবর যেমন মিলছে, তেমনই নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের বাড়িকে। তার মধ্যেই শোনা যাচ্ছে, নেপালের বিভিন্ন জেল ভেঙে পালিয়েছে প্রায় ১৫ হাজার দাগি অপরাধী। এর থেকেও ভয় ধরানো খবর হল, তারা নাকি এবার ভারতে প্রবেশ করার চেষ্টা করছে! বুধবারই উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। সূত্রের খবর, তারা প্রত্যেকেই নেপালের জেল ভেঙে পালায়। তারপর তারা ভারতের অনুপ্রবেশের চেষ্টা করছিল।
জানা গিয়েছে, যে সমস্ত জেলগুলি থেকে কয়েদিরা পালিয়েছে সেই তালিকায় রয়েছে কাঠমান্ডুর দিল্লিবাজার কারাগার-সহ চিতওয়ান, নখু, ঝুমকা এবং জলেশ্বরের একাধিক কারাগার। এর পাশাপাশি জানা যাচ্ছে, নাবালকদের সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করায় সেনার গুলিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৭। নৌবস্তা জেলের প্রধান জলন্ধর মুসাল জানিয়েছেন, কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করতেই গুলি চালানো হয়। ‘জেন জি’ বিক্ষোভে সরকার পতন তো বটেই, হিংসায় এখনও পুড়ছে এভারেস্টের দেশ। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সেনা। বিকেল ৫টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
প্রসঙ্গত, নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬ ধরনের সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। সোমবার প্রতিবাদ আন্দোলনে নামে সেখানকার তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান তাঁরা। এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন ওলি। কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে তো আসেনিই, উলটে বিভিন্ন ধরনের অশান্তির খবর আসছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.