Advertisement
Advertisement
Nepal

নেপালের কুরসিতে কারকি! প্রধানমন্ত্রী পদে প্রাক্তন প্রধান বিচারপতিকেই পছন্দ ‘জেন জি’র

৫০০০ হাজার যুব আন্দোলনকারী ভারচুয়াল বৈঠকে কারকিকে নেতা হিসাবে বাছল।

Nepal's Gen Z picks Chief Justice Sushila Karki as interim leader
Published by: Kishore Ghosh
  • Posted:September 10, 2025 6:14 pm
  • Updated:September 11, 2025 5:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে বেছে নিল ‘জেন জি’। ৫০০০ হাজার যুব আন্দোলনকারী একটি ভারচুয়াল বৈঠকে কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নিল।

Advertisement

অন্তর্বতী নেতা হিসাবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ নাম উঠছিল। জেন জি-র তরফে তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। নেপালের সংবাদমাধ্যমকে ‘জেন জি’র এক প্রতিনিধি জানান, “যেহেতু তিনি (বলেন শাহ) আমাদের ফোন ধরেননি, তাই আলোচনা করে অন্য নামে চলে যাই। সবচেয়ে বেশি সমর্থন মেলে সুশীলা কারকির পক্ষে।” জানা গিয়েছে, তরুণ প্রজন্ম কারকির কাছে প্রস্তাব নিয়ে গেল তিনি সমর্থনের জন্য কমপক্ষে ১,০০০ লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সমর্থন করে ২,৫০০ এরও বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে ইতিমধ্যে। 

বলেন্দ্র শাহ, সুশীলা কারকি ছাড়াও জেন জি-র ভারচুয়াল বৈঠকে আলোচনায় উঠে এসেছিল আরও কিছু নাম। তাঁরা হলেন নেপাল বিদ্যুৎ পরিষদের প্রধান কুল মান ঘিসিং, যুব নেতা সাগর ধাকাল এবং ধারানের মেয়র হারকা সামপাং প্রমুখ। উল্লেখ্য, সুশীলা কারকি সম্মতি দিলেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর জন্য প্রথমে তাঁকে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে দেখা করতে হবে। এরপর প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল অনুমোদন দিলে তবেই কুরসিতে বসতে পারবেন না প্রাক্তন প্রধান বিচারপতি কারকি। এরপর কী শান্তি ফিরবে বুদ্ধের দেশে? উত্তর দেবে সময়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ