সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তাঁর মন্ত্রিসভা চূড়ান্ত করলেন। রাষ্ট্রপতি ভবন শীতলনিবাস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রক নিয়ে সুপারিশ ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়েছেন। এর মধ্যে সব চেয়ে বেশি নজর কাড়ছে কুলমান ঘিসিংয়ের নাম। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির প্রাক্তন প্রধান হিসাবে তিনি বিদ্যুৎ ক্ষেত্রে যুগান্তকারী সংস্কার করেছিলেন এবং দীর্ঘদিনের লোডশেডিং বন্ধ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। এবার তিনি বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব নিতে চলেছেন বলে শোনা যাচ্ছে।
সরকারি সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য সুপারিশ করা হয়েছে বিশিষ্ট আইনজীবী ওমপ্রকাশ আরিয়ালের নাম। এছাড়া, অর্থমন্ত্রকে প্রাক্তন অর্থসচিব রমেশ্বর খানাল, আর প্রতিরক্ষা মন্ত্রকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বালানন্দ শর্মার নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পরাস খড়কা এবং পরিবহণ মন্ত্রকের জন্য ‘পাঠাও নেপাল’-এর প্রতিষ্ঠাতা অসীম মান সিং বাসনেতের নাম সুপারিশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী কার্কির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পরে বাকি মন্ত্রিসভা নিয়ে আলোচনা হবে। তবে শপথগ্রহণ অনুষ্ঠান সোমবারের মধ্যেই হতে পারে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে ইঙ্গিত মিলেছে। কে পি শর্মা ওলির সরকার পতনের পর রবিবার কার্কি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। প্রথম ভাষণে তিনি ঘোষণা করেছেন, তাঁর মেয়াদ মাত্র ছয় মাস। এর পর নির্বাচিত নতুন সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেছেন, “আমরা ক্ষমতার স্বাদ নিতে আসিনি। ছয় মাসের বেশি থাকব না। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হতে পারব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.