সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধস্তন কর্মীর সঙ্গে প্রেমের শাস্তি! চাকরি খোয়ালেন বিশ্বের নামী সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। সংস্থার অভ্যন্তরীণ তদন্তে প্রেমের সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় রাতারাতি ছাঁটাই হতে হল নেসলের CEO-কে। সঙ্গে সঙ্গেই ওই পদে দায়িত্ব নিলেন সংস্থার বহু পুরনো কর্মী থেকে ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া আরেকজন। গোটা ঘটনাটি ঘটেছে অতি কম সময়ের মধ্যে। নেসলের CEO পদে চাকরি গেল লরেন ফ্রিক্সের। নয়া CEO হলেন সংস্থার সঙ্গে প্রায় ২৫ বছর ধরে যুক্ত থাকা ফিলিপ নাভ্রাতিল। কিন্তু কেন স্রেফ প্রেমের জন্য চাকরি বলি দিতে হল নামী সংস্থার উচ্চপদস্থ আধিকারিককে? শোনা যাচ্ছে, অফিসে প্রেম নাকি নেসলের বাণিজ্যনীতির পরিপন্থী!
বিশ্বের নামী কফি সংস্থা নেসলের চিফ এক্সকিউটিভ অফিসারের পদে এতদিন ছিলেন লরেন ফ্রিক্স। তাঁর সঙ্গে তাঁরই অধস্তন এক কর্মীর প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয় অফিসে। তা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি বসে। সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টরের অধীনে তদন্ত চলে। শেষমেশ লরেনের অফিস-প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গেই তাঁকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এনিয়ে চেয়ারম্যান পল বাল্ক সাফ জানান, ”সংস্থার জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। আমাদের সংস্থা গোড়া থেকে নীতি আর সুশাসনের সঙ্গে এগিয়েছে।”
আসলে, ট্রাম্পের ‘শুল্কবোমা’য় বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থার মতোই কোপ পড়েছে নেসলেতেও। সুইজারল্যান্ডের সদর দপ্তর সূত্রে খবর, চড়া শুল্ক আর সংস্থার তৈরি সামগ্রীর চাহিদা হ্রাসের জোড়া ফলায় ব্যবসা সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। কফি আর কোকো বিক্রি কমেছে। তবে জুলাইতে একটু লাভের মুখ দেখছে নেসলে, অন্তত আয়-ব্যয়ের ভারসাম্যটুকু রাখা সম্ভব হয়েছে। এমনতাবস্থায় সংস্থার বাণিজ্য নীতির পরিপন্থী কোনও ঘটনা হালকাভাবে নেওয়া সম্ভব নয়। এমনকীল তিনি CEO হলেও রেয়াত করা যাবে না। তাই ‘অফিস-প্রেমে’র জন্য অফিস থেকেই বিদায় নিতে হল। অন্যদিকে, নেসলে নতুন CEO যিনি হলেন, সেই নাভ্রাতিল ২০০১ সাল থেকে সংস্থার অডিট কর্মী। ধাপে ধাপে তাঁর পদোন্নতি হয়েছে। ২০২৪ সালে নেসলের এক শাখা সংস্থার একই পদে ছিলেন। এবার মূল সংস্থার সবচেয়ে বড় দায়িত্ব পেলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.