Advertisement
Advertisement
New York

প্রত্যাঘাত করবে ইরান? নিরাপত্তার চাদরে মুড়ল নিউ ইয়র্ক, ওয়াশিংটন!

গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলিতে জারি সতর্কতা।

New York and other major US cities on high alert after America bombs Iran
Published by: Biswadip Dey
  • Posted:June 22, 2025 1:44 pm
  • Updated:June 22, 2025 1:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের তিন পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পরই নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলিতে জারি সতর্কতা। কার্যতই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরগুলিকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইরান আমেরিকায় হামলা করতে পারে! এমন আশঙ্কা করেই কি এই পদক্ষেপ?

Advertisement

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, গোটা পরিস্থিতির উপরেই তারা নজর রাখছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কড়া সতর্কতার কারণে, আমরা নিউ ইয়র্কে ছড়িয়ে থাকা ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছি। আমরা নজরদারি চালিয়ে যাব।’ কিছু পরেই মেট্রোপলিটন পুলিশ বিভাগের তরফেও একই বিবৃতি পেশ করা হয়েছে।

এদিকে ইরানে মার্কিন হামলার পর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে তেহরান। রবিবাসরীয় সকাল থেকেই শুরু হয়েছে হামলা। যা রুখতে আয়রন ডোম সক্রিয় করেছে ইজরায়েল। বেন গুরিয়ন বিমানবন্দর-সহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে বলে দাবি তাদের।

প্রসঙ্গত, ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা যে ঘনীভূত হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে আমেরিকার হামলার পরই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ