সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি করাতে পদক্ষেপ করুক বাইডেন প্রশাসন। অন্যথায় বাইডেনকে ভোট দেওয়া হবে না। এমনটাই জানাচ্ছেন মার্কিন মুসলিমরা। ডেমোক্র্যাটিক পার্টির বেশ কয়েকজন নেতা ও আমেরিকান মুসলিমরা এই মর্মে একটি খোলা চিঠি লিখেছেন।
চিঠিতে পরিষ্কার দাবি করা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে যদি পদক্ষেপ না করেন বাইডেন, তাহলে ২০২৪ সালের নির্বাচনের আগে তাঁর অনুদান ও তাঁকে ভোটদান থেকে বিরত করা হবে লক্ষ লক্ষ মুসলিম ভোটারকে। ‘ন্যাশনাল মুসলিম ডেমোক্র্যাটিক কাউন্সিল’, যার মধ্যে শামিল বহু ডেমোক্র্যাটিক পার্টির নেতাও, তাঁরা দাবি করেছেন, বাইডেন যেন গাজায় যুদ্ধবিরতি ঘটনাতে দ্রুত পদক্ষেপ করেন। ‘২০২৩ যুদ্ধবিরতি চূড়ান্ত হুঁশিয়ারি’ শীর্ষক এক চিঠিতে ওই দাবি করা হয়েছে। উল্লেখ্য এই কাউন্সিলের সদস্যদের মধ্যে রয়েছে এমন ডেমোক্র্যাটিক নেতারা যাঁরা মিশিগান, ওহাইও ও পেনসিলভানিয়ার মতো প্রদেশের নির্বাচনে জয়-পরাজয়ের নির্ধারক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস রকেট হামলা চালায় ইজরায়েলে। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে বহু ইজরায়েলিকে পণবন্দিও করে তারা। সেই হামলায় অন্তত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। যাঁদের অধিকাংশই সাধারণ নাগরিক। পরে হামাস শিবিরের লক্ষ্যে পালটা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাও। এখনও পর্যন্ত তাদের বিমান হামলায় গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, যাদের মধ্যে অর্ধেকই শিশু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.