Advertisement
Advertisement
Pakistan

ভারতের প্রত্যাঘাতে ঢোঁক গিলল পাকিস্তান! শাহবাজের সরকার জানাল, ‘আর হামলা না হলে…’

হাঁটু কাঁপছে ইসলামাবাদের!

No ‘irresponsible action’ from Pakistan if India doesn’t escalate, claims Adviser to Pakistan PM
Published by: Biswadip Dey
  • Posted:May 7, 2025 9:01 pm
  • Updated:May 7, 2025 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন সিঁদুরে’র ধাক্কায় বেসামাল পাকিস্তান। বুধবার দিনভর ইসলামাবাদের দ্বিচারিতা দেখছে বিশ্ব। জানা গিয়েছিল, ভারতে পালটা প্রত্যাঘাত করতে সেনা বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে পাকিস্তান। কিন্তু পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শদাতা রানা সানাউল্লার  এবার জানিয়ে দিলেন, যদি এরপর ভারত আর হামলা না চালায় তাহলে পাকিস্তান কোনও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ করবে না। এমনই দাবি পাক সংবাদমাধ্যমের।

Advertisement

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পরে রানা সানাউল্লা বলেছেন, ”আমরা উপযুক্ত জবাব দিয়েছি। যদি ওরা আরও পদক্ষেপ করে, তাহলে আমরা উপযুক্ত জবাব দেব।” সেই সঙ্গেই তিনি দাবি করেন, যদি ভারত আর হামলা না করে তাহলে পাকিস্তান কোনও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ করবে না। পাকিস্তানের এহেন মন্তব্য থেকে পরিষ্কার, বাইরে বাইরে রণ হুঙ্কার দিলেও আদতে হাঁটু কাঁপছে ইসলামাবাদের। ফলে পরোক্ষে ভারতকে ‘শান্তি প্রস্তাব’ই দিচ্ছে তারা।

এর আগে পাকিস্তানের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ২২ এপ্রিলের ঘটনার পরই এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। পহেলগাঁও হামলার পর পাকিস্তান ভারতকে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি গৃহীত হয়নি। যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস, ভারত সেখানে হামলা চালিয়েছে। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে। এটা পাকিস্তানের অধিকার।’ কিন্তু এবার একেবারে ভিন্ন সুর পাকিস্তানের গলায়।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement