সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাকে ফের ‘মহান দেশ’ হিসাবে গড়ে তুলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশ, এবার ভারত থেকে নিয়োগ বন্ধ করতে হবে। বরং বেশি করে আমেরিকায় কর্মসংস্থানে জোর দিতে হবে। মূলত গুগল, মাইক্রোসফটের মতো আইটি সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। আগেই ভিনদেশে কারখানা তৈরিতে রাশ টানার কথা বলেছিলেন, সেকথাও নতুন করে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠছে, এবার কি মার্কিন সংস্থাগুলিতে ভারতীয়দের নিয়োগ বন্ধ হবে?
বুধবার ওয়াশিংটনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি সভায় যোগ দেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, “চিনে কারখানা তৈরি করা কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগ করার বদলে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির এখন উচিত নিজেদের দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি করে মনোযোগ দেওয়া।” মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, বিশ্বায়ন মানসিকতার জন্যই মার্কিন নিয়োগের বাজার খারাপ হয়েছে। আরও বলেন, শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির আমেরিকাকে কাজে লাগিয়ে মুনাফা করলেও বিনিয়োগ করছে বিদেশে। এমনটা আর চলতে পারে না।
ভারত ও চিনে কারখানা তৈরি করা, এইসব দেশ থেকে কর্মী নিয়োগ, আয়ারল্যান্ড অর্থ সঞ্চয়, সবটা নিয়েই মার্কিন কোম্পানিগুলিকে ধুয়ে নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পর অভিযোগ, “এরা সকলেই মার্কিন স্বাধীনতার সুবিধা নিচ্ছে। অথচ সহ-নাগরিকদেরই বাতিল করছে, তাদের নাগরিক অধিকার খর্ব করছে। কিন্তু আর নয়, সে সব দিন শেষ! প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এমনটা চলবে না।”
প্রসঙ্গত, গুগল কিংবা মাইক্রোসফটের মতো সংস্থায় গোটা পৃথিবীর উচ্চাকাঙ্খী মেধাবী যুবকরা চাকরি করেন। এর মধ্যে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর রয়েছেন বিপুল সংখ্যক। মোটা অঙ্কের বেতন ও সম্মান দুই মেলে প্রথম সারির মার্কিন সংস্থাগুলিতে কাজ করলে। ট্রাম্পের নতুন নির্দেশিকায় উদ্বেগ বাড়ছে—ভবিষ্যতে প্রতিষ্ঠা পাওয়ার এই সুবর্ণ পথ বন্ধ হয়ে যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.