ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও ভারতীয় প্রতিনিধি দলকে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে দেবে না পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে যে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ধৃত কুলভূষণকে দ্বিতীয় কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না। পাকিস্তানের একটি সেনা আদালতে চরবৃত্তির দায়ে দোষীসাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবকে আর কোনও কূটনৈতিক সহায়তা দিতে চায় না তারা।
প্রথমে রাজি না হলেও পরে আন্তর্জাতিক আদালতের নির্দেশে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিতে বাধ্য হয় পাকিস্তান। গত ১ সেপ্টেম্বর পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল টুইট করে জানান, কুলভূষণ যাদবকে ২ সেপ্টেম্বর কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে। ‘কনসুলার রিলেশন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় এবং পাকিস্তানের আইন মেনে’-এই কনসুলার অ্যাকসেস দেওয়া হচ্ছে। এর আগে আগস্টের শুরুতে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার অনুমতি দিয়েও শর্ত চাপিয়েছিল পাক সরকার।
ইমরানের সরকারের বিদেশমন্ত্রক বলেছিল, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদের কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সময় পাক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আর গোটা পর্বটা সিসিটিভিতে ধরে রাখা হবে। কিন্তু, এই শর্ত মেনে কুলভূষণের সঙ্গে দেখা করেননি ভারতীয় কূটনীতিকরা। উলটে আন্তর্জাতিক সংগঠনগুলির মাধ্যমে চাপ বাড়ানো হয় পাকিস্তানের উপর।
এর ফলে বাধ্য হয়ে ভারতের শর্ত মেনে কুলভূষণের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে তারা। ইসলামাবাদের একটি সাব জেলে কুলভূষণের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া। এবং ওই বৈঠকের পর তিনি জানান, কুলভূষণের উপর প্রচণ্ড মানসিক চাপ দিচ্ছে পাকিস্তান। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করতে বলছে। পাকিস্তানের চাপের ফলে অসুস্থ হয়ে পড়েছেন কুলভূষণ। তাদের শেখানো কথা বলতে বাধ্য হচ্ছেন।
Dr Mohammad Faisal, Spokesperson, Ministry of Foreign Affairs, Pakistan: There would be no second consular access to Kulbhushan Jadhav. (file pic)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.