Advertisement
Advertisement
Abhijit Banerjee

উচ্চশিক্ষা-গবেষণায় কাটছাঁট, ট্রাম্পের সিদ্ধান্তে সস্ত্রীক আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী অভিজিৎ

আগামী বছর থেকে তাঁদের কর্মক্ষেত্র হবে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়।

Nobel laureates Abhijit Banerjee and wife to leave USA amid Trump vs universities battle
Published by: Sucheta Sengupta
  • Posted:October 11, 2025 6:37 pm
  • Updated:October 11, 2025 6:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সরকারি ব্যয় সংকোচনে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বিশ্ববিদ্যালয় বরাদ্দ কমিয়েছেন। নাসার মতো সংস্থার ঝাঁপ বন্ধ। উচ্চশিক্ষা, গবেষণায় অর্থ দেওয়া ট্রাম্পের কাছে ‘বাড়তি খরচ’। এই পরিস্থিতিতে বহু অধ্যাপক, গবেষকই আর আমেরিকায় থাকতে চান না। এবার ট্রাম্পের এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়। কার্যত বীতশ্রদ্ধ হয়ে সস্ত্রীক আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে তাঁরা সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং গবেষণার কাজে যোগ দিচ্ছেন। সেখানে তাঁরা নিজের একটি সংস্থাও গড়ে তুলবেন। এই খবর নিশ্চিত করেছেন জুরিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফ্লোরিয়ান শয়ের।

Advertisement

আমজনতার স্বার্থে দীর্ঘদিন অর্থনীতিতে গবেষণার স্বীকৃতিতে ২০১৯ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্থার ডাফলো। জগদ্বিখ্যাত আমেরিকার ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে তাঁরা গবেষণা করেন। তবে এবার সেই কর্মক্ষেত্র বদলাতে চলেছেন নোবেলজয়ী দম্পতি। আগামী বছর তাঁরা যোগ দিচ্ছেন সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে। সেখানে ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকনমিকস’ গড়ে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে চান অভিজিৎ-এস্থার।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো।

জুরিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফ্লোরিয়ান শয়ের এক্স হ্যান্ডল পোস্টে জানিয়েছেন, ”২০১৯ সালে নোবেলজয়ী এই দম্পতি ২০২৬ সালের ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগ দেবেন ‘লেমান ফাউন্ডেশন প্রফেসর অব ইকনমিকস’ হিসেবে। তাঁদের ঘিরে প্রায় ৩২ মিলিয়ন ডলার অনুদানে তৈরি নতুন কেন্দ্র, ‘লেমান সেন্টার ফর ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড পাবলিক পলিসি’। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে যোগ দিচ্ছেন, তা ঐতিহাসিক। আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা আরও বাড়বে।”

এদিকে, নোবেলজয়ী দম্পতিও বিবৃতি দিয়ে জানিয়েছেন, জুরিখ বিশ্ববিদ্যালয় গবেষণা ও নীতি-নির্ভর কাজের জন্য আদর্শ পরিবেশ রয়েছে বলে তাঁদের বিশ্বাস। কাজের ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে। সেখানে গবেষণা, ছাত্রছাত্রীদের পরামর্শ এবং নীতি নির্ধারণের বাস্তব প্রয়োগের কাজ একসঙ্গে করা যাবে বলে মনে করছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ