সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেলের ঘরে সিঁদ কেটেছে গুপ্তচর! সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নোবেল ইনস্টিটিউট নরওয়ের ধারণা, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেই হয়ত সেই নাম ফাঁস হয়ে গিয়েছিল।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ সরকারিভাবে মাচাদোর নাম ঘোষণা করা হয়। যদিও, বৃহস্পতিবার গভীর রাতেই অনলাইন বেটিং সাইট পলিমার্কেটে অস্বাভাবিক বাজি ধরার প্রক্রিয়া শুরু হয়ে যায়। লক্ষ করা যায়, মাচাদোর উপর বাজি ধরার হার বেড়ে যায় হঠাৎ করে। মধ্যরাতের কিছুক্ষণ পরেই পলিমার্কেটে মাচাদোর জেতার সম্ভাবনা ৭৩ শতাংশেরও বেশি হয়ে যায়।
এই ঘটনার পরে সন্দেহ দৃঢ় হয় নোবেল ইনস্টিটিউটের। নাম ঘোষণা হওয়ার আগে, কোনও সংবাদ সংস্থা অথবা বিশেষজ্ঞদের তালিকায় মাচাদোর নাম না থাকলেও কীভাবে পলিমার্কেটে তাঁর নামে বাজি ধরা হল। এই প্রশ্নই নোবেলের ঘরে গুপ্তচর হানার জল্পনা উস্কে দিয়েছে।
পলিমার্কেটের ভবিষ্যদ্বাণীতে ৪৫ মিনিটের জন্য এগিয়ে ছিলেন রাশিয়ার নিহত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। এরপরেই ফের এগিয়ে যান মাচাদো। রাত ৩টে থেকে নাম ঘোষণা হওয়া পর্যন্ত তিনিই এগিয়ে ছিলেন বলেও জানা গিয়েছে। নোবেল ইনস্টিটিউটের ডিরেক্টোর এবং নোবেল কমিটির সেক্রেটারি ক্রিশ্চিয়ান হারপিকেনের দাবি, “এখানে গুপ্তচর হানার সম্ভাবনা রয়েছে। এই অস্বাভাবিক ঘটনার তদন্ত করবে ইনস্টিটিউট। যেখানে প্রয়োজন সেখানে নিরাপত্তা আঁটসাঁট করা হবে।” যদিও, অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন নোবেল কমিটির চেয়ারম্যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.