Advertisement
Advertisement

Breaking News

North Korea

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ হল স্তন বৃদ্ধির অস্ত্রোপচার! আজব আইন কিমরাজার আপন দেশে

চোখের পাতা এবং ভ্রু অস্ত্রোপচারেও নিষেধাজ্ঞা!

North Korea now targets women amid crackdown on breast implants
Published by: Biswadip Dey
  • Posted:October 3, 2025 5:18 pm
  • Updated:October 3, 2025 5:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিম জং-উন। উত্তর কোরিয়ার একনায়কের নানা ‘কীর্তি’ বিস্মিত করে বিশ্বকে। তাঁর কঠোর শাসন নীতির কথা সকলেরই জানা। এবার সামনে এল কিমরাজার আর এক কীর্তির কথা। এক সংবাদমাধ্যমের দাবি, সেদেশে স্তন বৃদ্ধির অস্ত্রোপচারের জনপ্রিয়তা লক্ষ করে তা দমন করতে পদক্ষেপ করেছেন কিম। তাঁর মতে, এই ধরনের প্রবণতা একেবারেই সমাজতন্ত্র-বিরোধী এবং বুর্জোয়া মানসিকতার পরিচায়ক। আর তাই তা রুখতে চাইছে প্রশাসন। ফলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

Advertisement

ইতিমধ্যেই কিম প্রশাসন জানিয়ে দিয়েছে, কোনও মহিলা ধরা পড়লে তাঁকে বিপুল জরিমানার মুখে পড়তে হবে। চোখের পাতা এবং ভ্রু অস্ত্রোপচারের ক্ষেত্রেও একই রকম আইন প্রয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, স্থানীয় নেতাদের উপরে ভার পড়েছে কোনও মহিলার শরীরে বড় বদল তথা তাঁর স্তন অস্বাভাবিক ভাবে বড় হয়ে যাচ্ছে কিনা তা খেয়াল রাখা। কারও ক্ষেত্রে তেমন দেখা গেলেই পদক্ষেপ করা হবে।

জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে, সারিওন শহরের এক সাংস্কৃতিক কেন্দ্রে ‘অবৈধ’ উপায়ে স্তন বৃদ্ধিকারী একজন ডাক্তার এবং অস্ত্রোপচার করামো দুই মহিলার বিরুদ্ধে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। বিচারে বলা হয়েছিল, পুঁজিবাদী মানসিকতার কারণেই ওই মহিলারা এমন করেছেন। দুই মহিলাক সেখানে যথেষ্ট অপমানের মুখোমুখি হতে হয়েছিল বলেই দাবি।

এরপর থেকেই এই নিয়ম লঙ্ঘনকারী যে কোনও মহিলা বা ডাক্তারকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। টহলদার বাহিনীর মাধ্যমে এই ধরনের মহিলাদের চিহ্নিত করা হচ্ছে। কোনও মহিলার এই ধরনের অস্ত্রোপচার হয়েছে বলে সন্দেহ হলেই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী দল তাঁকে শারীরিক পরীক্ষাও করতে পারে বলে জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ